শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি কালের খবর :
পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে মন্তব্য করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল
কৌশিক জাহান বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যে কোন অপরাধ নির্মুলে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল কৌশিক জাহান এসব কথা বলেন।
এসময় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি ও উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ খান, পিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময়, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম,গুইমারা ২৮ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক শেখ কামরুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসিবুল হক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম বদি, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর মাটিরাঙ্গা উপজেলা সাধারন সম্পাদক মো.জামাল হোসেন, মাটিরাঙ্গা বন বিভাগের ফরেষ্টার মো. তৌহিদুর রহমান লিটন,
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মো. লোকমান হোসেন, নাগরিক ও নিরাপত্তা কমিটির সভাপতি কৃষিবিদ মো. নুর আলম, মাটিরাঙ্গা ফায়ার স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো.জামাল হোসেন ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।