বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। । ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কালের খবর ঈশ্বরগঞ্জে হতদরিদ্রের লাখ লাখ টাকা নিয়ে এনজিও উধাও। কালের খবর ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়। কালের খবর
জামালপুরে পূর্ব বিরোধের জেরে বাড়ির সামনে বাঁশের বেড়া ॥ অবরুদ্ধ এক পরিবার। কালের খবর

জামালপুরে পূর্ব বিরোধের জেরে বাড়ির সামনে বাঁশের বেড়া ॥ অবরুদ্ধ এক পরিবার। কালের খবর

জামালপুর প্রতিনিধি, কালের খবর ॥

জামালপুরের বকশীগঞ্জে পূর্ব বিরোধের জেরে আবুল হোসেন নামে এক ব্যাক্তির বাড়ির বসত ভিটায় থাকা বিভিন্ন জাতের ফলজ গাছ ও বাশঁ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চাচাতো ভাই উকিল উদ্দিন ফকিরের বিরুদ্ধে। একই সময়ে উকিল উদ্দিন ফকিরের লোকজন বাড়ির সামনে বাশেঁর বেড়া দিয়ে আবুল হোসেনের পরিবারকে অবরুদ্ধ করে ফেলে। মঙ্গলবার সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের কুশলনগর দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

কৃষক আবুল হোসেন বলেন,তার ৩ ছেলে ও ১ মেয়ে। ছেলেরা জীবিকার তাগিদে ঢাকায় থাকে আর মেয়ে থাকে শশুরবাড়ি। তিনি এবং তার স্ত্রী বাড়িতে থাকেন। তারই চাচাতো ভাই প্রভাবশালী উকিল উদ্দিন ফকির তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা পোষন করিয়া আসছে। ফকির,তার ছেলে শাকিল ও জাকির দীর্ঘদিন যাবত নানা ভাবে তাকে ও তার স্ত্রীকে নির্যাতন করে আসছে। প্রতিনিয়তই তারা তাদের ভয়ে থাকেন। সোমবার বিকালে উকিল উদ্দিন ফকির ও তার ছেলেরা লাঠিসোঠা নিয়ে তাকে মারতে আসেন। ভয়ে তিনি ঘর থেকে বের হননি। খবর পেয়ে আবুল হোসেনের দুই ছেলে ঢাকা থেকে বাড়িতে আসে। মঙ্গলবার সকালে উকিল উদ্দিনের ছেলে ও তার সহযোগীরা লাঠিসোঠা নিয়ে আবরো আবুল হোসেনের বাড়িতে চড়াও হয়। এ সময় তারা বসতভিটায় থাকা বিভিন্ন প্রজাতির গাছ ও বাশঁ কেটে নিয়ে যায়। এবং বাঁশ দিয়ে বাড়ির সামনে বেড়া দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে আবুল হোসেনের পুরো পরিবার। তাদের ভয়ে বাড়ির বাইরে ল্যাট্রিনেও যেতে পারছেন না তারা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে উকিল উদ্দিন ফকির বলেন,আবুল হোসেন অনেকদিন আগে তার কাছে জমি বিক্রি করেছেন। কিন্তু জমিও দিচ্ছেন না টাকাও দিচ্ছেন না। তাই বাশঁ দিয়ে আমার সীমানা ঠিক করেছি।

নিলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বলেন,বিষয়টি আমি শুনেছি। পরে ঘটনাস্থলে ইউপি সদস্য সুজা উদ্দিনকে পাঠিয়েছি। পরবর্তীতে উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সুরাহা করার কথা বলেছি।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল রানা বলেন,এ বিষয়ে কেউ অভিযোগ দেইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com