বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের মহোৎসব। কালের খবর ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল সি লাইন বাসের ছাদ, ১জন নিহত। কালের খবর সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণার আত্মহত্যা। কালের খবর
বিদেশ ফেরত যুবকের কান্ড : বাবার ১২ একর সম্পত্তি লিখে নিতে বাবাকে হসপিটালে ভর্তি। কালের খবর

বিদেশ ফেরত যুবকের কান্ড : বাবার ১২ একর সম্পত্তি লিখে নিতে বাবাকে হসপিটালে ভর্তি। কালের খবর

যশোর প্রতিনিধি ,কালের খবর :

বাবার প্রায় ১২ একর সম্পত্তি একাই লিখে নেওয়ার জন্য যশোরে বিদেশ ফেরত এক ছেলে এতটাই টালমাটাল হয়ে পড়েছে যে সে তার মা ও ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিয়ে ,বাবাকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি রেখেছে। সম্পত্তি যাতে জোর করে লিখে নিতে না পারেন সেজন্য বাবা ইতিমধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সাবরেজিস্ট্রি অফিসে অভিযোগও দিয়েছেন। সম্পদলোভী ছেলের নির্যাতনে ওই বাবা বর্তমানে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।

এমনকি তিনি ছোট ভাইয়ের রোপণ করা পাঁচ বিঘা জমির গম কেটে নিয়েছেন বলে অভিযোগ এসেছে। একইদিন দু’লাখ টাকার পাট বিক্রি করে দিয়েছেন ওই ছেলে।

এসব বিষয়ে মা আদালতে মামলা করেছেন। যার তদন্ত করছে পিবিআই। এ কারণে আরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন মর্তুজা। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পথে পথে ঘুরছে পরিবারের সদস্যরা।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত মুর্তজা চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলীর ছেলে। বাবাকে যশোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে জোর করে ভর্তি রেখেছেন। মর্তুজার অত্যাচারে মা লতিফা হায়দার তার ছোট ছেলে আল ইমরানকে নিয়ে উপশহর এলাকায় বড় মেয়ে বিউটির বাড়িতে আশ্রয় নিয়েছেন। বাড়িছাড়া ভাই-বোনদের সাথে কথা বললে তারা জানান, মর্তুজা তাদেরকে খুন জখমের হুমকি দিচ্ছেন।

মা অভিযোগে বলেন,সম্প্রতি মেজ ছেলে মর্তুজা দেশে ফিরে বাবার সকল সম্পত্তি লিখে নিতে মরিয়া হয়ে উঠেন। এজন্য তাকে ও তার ছোট ছেলে আল ইমরানকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন।

এসব বিষয়ে অভিযুক্ত মর্তুজা জানান, তার ভাইবোনরা তার বাবাকে মারপিট করে অসুস্থ করে ফেলেছে। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যসব অভিযোগ তিনি অস্বীকার করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com