বুধবার, ০৮ মে ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদনে সাংবাদিক অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর
পুলিশে চাকরির নামে প্রতারণা চক্রের মুলহোতা রাসেলকে খুঁজছে পুলিশ। কালের খবর

পুলিশে চাকরির নামে প্রতারণা চক্রের মুলহোতা রাসেলকে খুঁজছে পুলিশ। কালের খবর

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের চাকরি দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া ও প্রতারণার জন্য গ্রেফতার ৪ জন এখন জেলহাজতে। চক্রের মুল হোতা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মেহেদি রাসেল পলাতক। জানা গেছে পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়ার নাম করে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪ জনের প্রতারক চক্রকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা হয়েছে সুন্দরগঞ্জ থানায় । মামলার মুল আসামী রাসেল পলাতক রয়েছে। সুত্রে জানা যায় গত ২৭ মার্চ পুলিশের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও চাকরি দেওয়ার নাম করে উপজেলার দুই জনের কাছ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নেয় রাসেল সহ প্রতারক চক্রটি। বিষয়টি ১ মার্চ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখলেছুর রহমান। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শফিকুল ইসলাম, শাহ আলম, সাজেদুল ইসলাম ও গোলাম রব্বানী। ঘটনার মুলহোতা ও মামলার মুল আসামী একই ইউনিয়নের সাহাবাজ গ্রামের ইমান হোসেনের পুত্র আবদুল্লাহ আল মেহেদি রাসেল পলাতক রয়েছে। সংঘবদ্ধ এই প্রতারক চক্রকে নিয়োগ পরীক্ষা চলাকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ) গাইবান্ধা শহরে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানান, জাকারিয়া নামের এক ব‍্যক্তির কাছ থেকে তার ছেলে কে পুলিশের চাকরি দেওয়ার নাম করে ৫ লাখ টাকা ও আরেক জনের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। জানা গেছে জাকারিয়া উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে তালুক ফলগাছা গ্রামের মৃত বাবর উদ্দিনের পুত্র। জাকারিয়া ঐ চক্রটির প্রতারণা বুঝতে পেরে গ্রেফতারকৃত ৪ জন সহ মুলহোতা রাসেলকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। জাকারিয়া জানান, আসামী রাসেল তার ছেলে সুলতান কে পুলিশে চাকরি নিয়ে দিবে বলে তার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়।।এ বিষয়ে উপজেলার কয়েকজন সুধী ব‍্যক্তির সাথে কথা হলে তারা জানান, প্রতারণা চক্রের মলহোতা ও প্রধান আসামী আবদুল্লাহ আল মেহেদি রাসেল গ্রেফতার হলে তার কুকর্মের অনেক তথ‍্য বেড়িয়ে আসবে। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, এসব করে রাসেল একটি বড় রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট করছে।জেলা ডিবি পুলিশ জানান,গ্রেফতারকৃত আসামীদের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি নেওয়া হয়েছে। জবানবন্দি শেষে বিজ্ঞ আদালত আসামীদের জেলহাজতে প্রেরণ করেছেন। এদিকে ঘটনার কয়েক দিন অতিবাহিত হলেও প্রতারণা চক্রের মুল আসামী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেলকে গ্রেফতার করতে পারেননি পুলিশ। গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি ) মোঃ মোখলেছুর রহমান জানান, রাসেলকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com