শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজে “শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে — সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের মহোৎসব। কালের খবর ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল সি লাইন বাসের ছাদ, ১জন নিহত। কালের খবর
পুলিশে চাকরির নামে প্রতারণা গ্রেফতার ৪ জন। কালের খবর

পুলিশে চাকরির নামে প্রতারণা গ্রেফতার ৪ জন। কালের খবর

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের চাকরির নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া ও প্রতারণার জন্য গ্রেফতার ৪ জন জেল হাজতে। মুল হোতা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাসেল পলাতক। জানা গেছে পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টি আর সি পদে নিয়োগ দেওয়ার নাম করে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪ জনের প্রতারক চক্রকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। মামলার মুল আসামী রাসেল পলাতক রয়েছে। বিষয়টি ১ মার্চ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখলেছুর রহমান। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শফিকুল ইসলাম, শাহ আলম, সাজেদুল ইসলাম ও গোলাম রব্বানী। ঘটনার মুলহোতা ও মামলার মুল আসামী একই ইউনিয়নের সাহাবাজ গ্রামের ইমান হোসেনের পুত্র আবদুল্লাহ আল মেহেদি রাসেল পলাতক রয়েছে। সংঘবদ্ধ এই প্রতারক চক্রকে নিয়োগ পরীক্ষা চলাকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ) গাইবান্ধা শহরে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানান, জাকারিয়া নামের এক ব‍্যক্তির কাছ থেকে তার ছেলে কে পুলিশের চাকরি দেওয়ার নাম করে ৫ লাখ টাকা ও আরেক জনের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। জানা গেছে জাকারিয়া উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে তালুক ফলগাছা গ্রামের মৃত বাবর উদ্দিনের পুত্র। জাকারিয়া ঐ চক্রটির প্রতারণা বুঝতে পেরে গ্রেফতারকৃত ৪ জন সহ মুলহোতা রাসেলকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। জাকারিয়া জানান, আসামী রাসেল তার ছেলে সুলতান কে পুলিশে চাকরি নিয়ে দিবে বলে তার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। জেলা গোয়েন্দা পুলিশ জানান, মুল আসামী রাসেলকে গ্রেফতারে অভিযান অব‍্যাহত আছে।এ বিষয়ে উপজেলার কয়েকজন সুধী ব‍্যক্তির সাথে কথা হলে তারা জানান, প্রতারণা চক্রের মলহোতা ও প্রধান আসামী আবদুল্লাহ আল মেহেদি রাসেল গ্রেফতার হলে তার কুকর্মের অনেক তথ‍্য বেড়িয়ে আসবে। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, এসব করে রাসেল একটি বড় রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট করছে।জেলা ডিবি পুলিশ জানান,গ্রেফতারকৃত আসামীদের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি নেওয়া হয়েছে। জবানবন্দি শেষে বিজ্ঞ আদালত আসামীদের জেলহাজতে প্রেরণ করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com