শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর সাতক্ষীরার কালিগঞ্জে এন্টিবায়োটিক ব্যবহার করে পশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। কালের খবর সমাজে “শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে — সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর
নবীনগরে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান ও সরকারী খাল দখল উচ্ছেদ করলেন এসিল্যান্ড মাহমুদা জাহান । কালের খবর

নবীনগরে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান ও সরকারী খাল দখল উচ্ছেদ করলেন এসিল্যান্ড মাহমুদা জাহান । কালের খবর

নবীনগর প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের মাল্লার বাড়ী ব্রীজ সংলগ্ন একটি সরকারি খাল ভরাট করে ছিল ও অবৈধ ভাবে গড়ে ওঠা একটি দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান,

সরজমিনে গিয়ে দেখা যায়,ইব্রাহিমপুর গ্রামের কয়েকজন লোক দীর্ঘদিন যাবত সরকারি জায়গা দখল করে তাতে স্হাপনা তৈরী করতে চেয়েছিলেন,
দখল কারি সফিক মিয়া কে আগামী পাঁচ দিনের মধ্যে সরকারি খাল থেকে বালি সরিয়ে নেয়ার জন্য মুছলেখা নেয়া হয়,

তারই সাথে সরকারি খালে অবৈধভাবে দোকান নির্মাণ কারি মাইনুউদ্দিন কে সাত দিনের মধ্যে দোকান কৌটা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়,

পরে জিনদপুর ইউনিয়ন জিনদপুর গরুর বাজারে পশ্চিম পাশে সরকারি খাল ভরাট কারি হাসান উদ্দিন কে ও তিনদিনের মধ্যে সরকারি খাল থেকে বালি সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেন, এরপর জিনদপুর বাজারে অন্তর মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করেন ,
সরকারি জায়গায় অবৈধ দখল উচ্ছেদ করতে আজ নবীনগরের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ,ইব্রাহিমপুর কয়েকজন লোক দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে আসছিল। ইউএনও স্যারের নির্দেশনা মোতাবেক সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অভিযান কালে অবৈধভাবে সরকারি খাল ভরাট করা ইব্রাহিমপুর ও জিনদপুর ও অবৈধ ভাবে গড়ে উঠা একটি দোকান উচ্ছেদ করা হয়,তারপর জিনদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি মিষ্টির দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com