শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
যশোর প্রতিনিধি, কালের খবর :
যশোর হেড পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার জেনারেল আব্দুল বাকীর বিরুদ্ধে ১ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা মিলেছে। শুক্রবার সকাল থেকে রাত নয়টা পর্যন্ত তদন্ত টিমের অনুসন্ধানে এই আত্মসাতের ঘটনা জানাজানি হয়। দীর্ঘদিন ধরে গ্রাহকের টাকা পোস্ট অফিসে জমা না দিয়ে ট্রেজারিতে জমা দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত টিম। শুক্রবার রাতে তাকে আটক করা হয়েছে ।
তদন্ত টিম ২০২১ সালের ২ জানুয়ারি থেকে তার দায়িত্ব পালন করা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের আর্থিক লেনদেন তদারকি করে পোস্ট অফিসের সাধারণ হিসাব শাখায় ভুয়া লেনদেন হয়েছে বলে প্রমাণ পেয়েছে। আব্দুল বাকী যে কোনো পাস বইয়ের একাউন্ট নম্বরে টাকা জমা দেখিয়ে লেজারে তুলতেন। অথচ ওই পরিমাণ টাকা সব সময়ই ঘাটতি থাকতো। পরে তিনি প্ল্যান করে ওই বইয়ের মাধ্যমে টাকা তুলে নিতেন। এভাবেই গত এক বছরে তিনি ১ কোটি ৮৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে তদন্ত টিমের কাছে তথ্য মিলেছে।
যশোর প্রধান ডাকঘর সূত্র জানায়, শহরতলীর উপশহর ই-ব্লক এলাকার মোহাম্মদ আলী নামের এক সঞ্চয়ী হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে ১৩ লাখ টাকা উত্তোলনের চেষ্টা করা হয়। ওই অ্যাকাউন্টে ২০২২ সালের ২২ নভেম্বর ১৩ লাখ টাকা সঞ্চয় দেখানো হয়। পরে গত ২ ফেব্রুয়ারি ১৩ লাখ টাকা উত্তোলনের জন্য কাগজপত্র জমা দেখানো হয়। সন্দেহ হওয়ায় বিষয়টি ধরে ফেলেন ডেপুটি পোস্টমাস্টার মেহেরুন্নেছা।
তিনি বলেন, ‘২০২০ সালের ১৮ মে এক আদেশে ডাকঘরে সঞ্চয় হিসাবে ১০ লাখ টাকার ওপরে রাখা নিষেধ করে দেয় সরকার। কিন্তু সঞ্চয় হিসাব থেকে ১৩ লাখ টাকা উত্তোলন সংক্রান্ত কাগজপত্র দেখে আমার সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, ওই হিসাবে রয়েছে মাত্র ১০০ টাকা। বিষয়টি খুলনা জোন প্রধানকে জানালে তিনি টাকা উত্তোলন বন্ধের নির্দেশ দেন।
তদন্ত টিমের এক সদস্য বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল তার সত্যতা মিলেছে। যার জন্য তার বিরুদ্ধে শুক্রবার রাতে কোতোয়ালি থানায় যশোর হেড পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার জেনারেল গোলাম রহমান পাটওয়ারী বাদী হয়ে মামলা করেছেন।