শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
নয়ন আলী, শাহজাদপুর ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি, কালের খবর : এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মোন্টু খার ছেলে সুলতান খা ( ২৫) গত ২ মাস পূবে ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের আলম ও হাফিজা দম্পতির মেয়ে আশা (১৮) কে। বিয়ের ২ মাস পর আপন মেয়ের জামায় সুলতান খার হাতধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন শ্বাশুড়ি হাফিজা (৩৮)।
হাফিজার স্বামী আলম ,মেয়ে আশা ছাড়াও ১৫ বছরের ১ টি ছেলে রয়েছে। জানাযায় মেয়ের সাথে বিয়ের পূর্বেও শ্বাশুড়ি হাফিজা ও মেয়ের জামায় সুলতান কে একই ঘর থেকে অপ্রিতীকর অবস্থায় উদ্ধার করা হয়। এব্যাপারে হাফিজার বাসায় জানতে গেলে কাওকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পোতাজিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম জানান ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না তবে বাড়ি এসে এমনটাই জানতে পারি।
এব্যাপারে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।