শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
মোঃ ইসমাঈল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি কালের খবর :
কুষ্টিয়ায় শ্যালকের হাতে মসলা বাটার শিল পাটার আঘাতে দুলাভাই সিরাজ মোল্লা (৪০) নামে একজন খুন হয়েছে। আজ সকালের দিকে কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া কবি আজিজুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মিলপাড়ার এলাকার কাশেম মোল্লার ছেলে সিরাজ মোল্লা।
পরিবার সূত্রে জানা যায় সকালের দিকে বোনের বাসা বেড়াতে আসেন তার ভাই আলমগীর হোসেন। এর পর তার বোন ঘুম থেকে উঠে নাস্তা আনার জন্য বাড়ির বাহিরে যান। বাড়ীতে এসে দেখে তার স্বামী সিরাজ মোল্লা রক্তাক্ত অবস্থায় বিছানাগত হয়ে পড়ে আছেন। পরে তাকে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশ ময়না তন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ধারণা করছেন পারিবারিক শত্রুতার জের ধরে এ ধরনের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আলমগীরকে আটক করতে পারেনি পুলিশ।