শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। ।
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় বিনা চিকিৎসায় সাংবাদিক অর্পণ মাহমুদের মায়ের মৃত্যু। কালের খবর

কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় বিনা চিকিৎসায় সাংবাদিক অর্পণ মাহমুদের মায়ের মৃত্যু। কালের খবর

মোঃ ইসমাঈল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর :

মৃত্যু যন্ত্রণায় কাতর মা’কে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে যান আন্দোলনের বাজার পত্রিকার জ্যোষ্ঠ সাংবাদিক অর্পণ মাহমুদ।হাসপাতালে জরুরি বিভাগের গেটের মুখে পৌছা মাত্রই তাঁর মায়ের অবস্থা আরও বেশি আশঙ্কাজনক হয়ে উঠে।স্ট্রেচার না পাওয়ায় তাঁকে জরুরি বিভাগের সেবা কক্ষে নিয়ে যাওয়া সম্ভব হয় না।এমতাবস্থায় কর্তব্যরত চিকিৎসক ইকবাল হাসান শোভনকে অনুনয়, বিনয় করেও তাঁর(অর্পণ)দেখানো সম্ভব হয় না। ফলে সেখানেই বিনা চিকিৎসায় তাঁর মায়ের মৃত্যু হয়।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাত ৯:৩০ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

হাসপাতালে উপস্থিত জনতা সূত্রে জানা যায়,সাংবাদিক অর্পণ মাহমুদ আশঙ্কাজনক অবস্থায় তাঁর মাকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারকে চরম অনুনয়, বিনয় করেন।এভাবে প্রায় ২০ মিনিট অনতিক্রান্ত হলে তাঁর মায়ের অবস্থার আরও অবনতি হয়।তখন তিনি দিশাহারা হয়ে কর্বত্যরত ডাক্তারের পা ধরার চেষ্টা পর্যন্ত করেন।কিন্তু পাষণ্ড ডাক্তার কোনভাবেই তাঁর (অর্পণ) মাকে দেখতে আসে না।এমতাবস্থায় ছটফট করতে করতে বিনা চিকিৎসায় তাঁর মা মৃত্যুর কোলে ঢলে পড়ে।পরে কুষ্টিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা হাসপাতালে উপস্থিত হলে ডাক্তার দায় এড়াতে চিকিৎসার নাটক শুরু করে।

সাংবাদিক অর্পণ মাহমুদ জানান,আশঙ্কাজনক অবস্থায় আমি মা’কে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যায়। জরুরি বিভাগের সামনে পৌঁছালে আমার মায়ের অবস্থার আরও অবনতি হয়।কিন্তু স্ট্রেচার না পাওয়ায় মা’কে জরুরি বিভাগের সেবা কক্ষে নিয়ে যেতে ব্যর্থ হই।কিন্তু মা’য়ের অবস্থা ক্রমশ সংকটাপন্ন হয়ে উঠে।তখন আমি কর্বত্যরত চিকিৎসক ইকবাল হাসান শোভনের কাছে যায়। তাকে ব্যাপকভাবে অনুরোধ করি।কিন্তু সে কোনভাবেই আমার মা’কে দেখতে তাঁর কক্ষের বাইরে আসে না।মা’য়ের অবস্থা আরও বেশি খারাপ হলে আমি তাঁর পা পর্যন্ত ধরতে যায়। কিন্তু সে না এসে আমার সাথে চরম দুর্ব্যবহার করে।ওই চিকিৎসকের অবহেলার কারণেই বিনা চিকিৎসায় আমার মায়ের মৃত্যু হয়েছে। আমি ওই ডাক্তারের বিচার চাই।

কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সাংবাদিক অর্পণ মাহমুদের মায়ের মৃত্যুতে কুষ্টিয়ার গণমাধ্যম কর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর ও সাধারণ সম্পাদক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।এছাড়াও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া ও সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com