শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্বশুর বাড়িতে পারিবারিক কলহ মেটাতে এসে লাশ হলেন ওমান প্রবাসী স্বামী মোঃ রুবেল। শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লাপাং গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়াকে বিয়ে করেছিলেন একই উপজেলার সাতমোড়া ইউনিয়নের চেলিখলা গ্রামের জারু মিয়ার ওমান প্রবাসী ছেলে মোঃ রুবেল। গত ১৫ দিন পূর্বে স্বামীর বাড়ি চেলিখলা থেকে সুমাইয়া কথা কাটাকাটি করে কাউকে না বলে তার পিতার বাড়ি লাপাং চলে আসেন। গত বৃহস্পতিবার রাতে স্ত্রী সুমাইয়ার ফোন পেয়ে রুবেল তার নিজ বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে আসেন। রাত পার না হতেই শুক্রবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করেন নবীনগর থানা পুলিশ। এঘটনার পর থেকে স্ত্রী সুমাইয়াসহ তার পরিবারের লোকজন বাড়িঘর তালাবদ্ধ রেখে পলাতক রয়েছেন। নিহত রুবেলের পিতা জারু মিয়া জানান, তার ছেলেকে তার পুত্রবধু ও তার পরিবারের লোকজন হত্যা করেছেন। তিনি তার ছেলের হত্যার বিচারের জন্য আইনের দারস্ত হবেন বলেও জানান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার এব্যাপারে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।