শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
যশোর কোতয়ালি থানার দুই দরোগার বিরুদ্ধে রেলগেট রায়পাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী হত্যা চাঁদাবজিসহ দেড় ডজন মামলার আসামি রাকিব ওরফে ভাইপো রাকিবকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
সূত্র জানিয়েছে , ৪ নভেম্বর রাতে রেলগেট এলাকা থেকে ভাইপো রাকিবকে কোতয়ালি থানার দুই দারোগা এস আই আনসারুল হক ও এস আই সালাহ উদ্দিন খান আটক করেন। এ সময় ভাইপো রাকিব মদ্যপ অবস্থায় ছিল। রাকিবকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নেয়ার পর দেনদরবারের এক পর্যায়ে রাকিবের স্বজনদের সাথে মোটা অংকের টাকা চুক্তির বিনিময়ে শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে ছেড়ে দেয়া হয়।
রাকিবের নামে কোতয়ালি থানায় হত্যা, চাঁবাজিসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে। রেলগেট রায়পাড়ার বাসিন্দারা জানান, রাকিব একজন কিলার হিসেবে শহরে পরিচিত। হত্যা, চাঁদাবাজি তার পেশায় পরিণত হয়েছে। অথচ এমন একজন দুধর্ষ শীর্ষ সন্ত্রাসীকে আটকের পর পুলিশ ছেড়ে দেয়ায় এলাকাবাসীর মধ্যে পুলিশের প্রতি বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাইপো রাকিবের অত্যাচারে রেলগেট রায়পাড়া এলাকার বাসিন্দারা শান্তিতে বসবাস করতে পারে না। ভাইপো রাকিব প্রায় প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে মারপিটসহ বিভিন্ন রোমহর্ষক ঘটনা ঘটায়।
এ ব্যাপারে অভিযুক্ত দারোগো এস আই সালাহ উদ্দিন খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, থানায় এসে কথা বলেন, অফিসিয়াল কথা অফিসিয়ালিভাবে এসে কথা বলেন।
কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ভাইপো রাকিবকে আটকের পর তার কাছে কিছু পাওয়া যায়নি। উপরের চাপে তাকে ছেড়ে দেয়া হয়েছে।