শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর :
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্ৰেফতার ও ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার।
কুমারখালী থানার এসআই (নিঃ)দিপংকর দাস সঙ্গীয় ফোর্সসহ কুমারখালী থানার জিডি নং-১৩৫৯, তাং ৩০,১০,২০২২ খ্রিঃ মূলে কুমারখালী থানা এলাকায় জরুরী ডিউটি,মাদক উদ্ধার ও বিশেষ অভিযান করাকালীন সময় ইং-৩০,১০,২০১২ তারিখ বিকাল ১৭:১০ ঘটিকার সময় কুমারখালী বাসষ্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুমারখালী থানাধীন বাটিকামারা গ্রামস্থ (তরুণ মোড় সংলগ্ন) জনৈক মিঠুন কুমার শর্মা (৩৫) এর মোটর সাইকেল গ্যারেজের সামনে পাকা রাস্তার পাশে কয়েকটি চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে একই তারিখ বিকাল ১৭:২০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ লিটন হোসেন (২৭), পিতা-মৃত সামছুদ্দিন, সাং-সদকী চরপাড়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে ধৃত করে, এবং তার সহযোগি অজ্ঞাতনামা ৫/৬ জন পালিয়ে যায়। ধৃত আসামী মোঃ লিটন হোসেন এর হেফাজতে থাকা এবং তার সহযোগি আসামীদের ফেলে যাওয়া ০৩ টি চোরাই মোটর সাইকেল যথাক্রমে (ঝ) একটি পুরাতন লাল-কালো রংয়ের নাম্বার পেলেট বিহীন ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নংJZXWMK 19478 সি • PSUB44BY5MIM27679 মূল্য অনুমান-১০০,০০০/- (এক লক্ষ) টাকা, (খ) একটি পুরাতন লাল রংয়ের নাম্বার পেলেট বিহীন ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং JBZWDH83252, চেসিস R-MD2A14AZ7DWH96073, মূল অনুমান ৮০,০০০/- আশি হাজার) টাকা, (গ) একটি পুরাতন সিলভার, ব্লু রংয়ের নাম্বার পেলেট বিহীন Apache RTR 160 4V মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং CE7NM2601336, চেসিস নং – PS637AE73N6F76520 মূল্য অনুমান- ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক ইং-৩০/১০/২০২২ তারিখ বিকাল ১৭:৩০ ঘটিকার সময়
জব্দ তালিকা মূলে জব্দ করেন। কুমারখালী থানার এসআই(নিঃ)/দিপংকর দাস সঙ্গীয় ফোর্স ও ধৃত আসামী মোঃ লিটন হোসেন সহ চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় চক্রের অন্যান্য সদস্যকে গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে কুষ্টিয়া চুয়াডাঙ্গায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ইং ৩১/১০/২০২২ তারিখ ১৬:০০ ঘটিকার সময় পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সহায়তায় মাঝিলা গ্রামস্থ জুলফিকার এর বাড়িতে অভিযান পরিচালনা করে। জুলফিকার আলী (২৭), পিতা-সফি উদ্দিন, সাং-মাঝিলা, থানা- ইসলামী বিশ্ববিদ্যালয়, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার পূর্বক তার বাড়ির খড়ির ঘরে থাকা একটি পুরাতন লাল রংয়ের নাম্বার পেলেট বিহীন ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-JBZWCD20780, চেসিস নং MD2A14AZ 9CWD91394
অনুমান-৬০,০০০/-(ষাট হাজার) টাকা উদ্ধার পূর্বক একই তারিখ ১৬:১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করে।
কুমারখালী থানার এসআই (নিঃ)/দিপংকর দাস পুনরায় সঙ্গীয় ফোর্স ও ধৃত আসামী মোঃ লিটন হোসেন ও জুলফিকার আলীদ্বয়ের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইং ০১/১১/২০২২ তারিখ ০১:৩০ ঘটিকার সময় ঝিনাইদহ সদর থানা এলাকার সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করে চোর চক্রের অন্যান্য সদস্যকে গ্রেফতারের চেষ্টা করে। অভিযান পরিচালনাকালে ধৃত আসামীদ্বয় জানায় যে, তারা পরস্পর যোগসাজস করে একটি পুরাতন চোরাই ১২৫ সিসির ডিসকাভার মোটর সাইকেল REDX পার্সেল সার্ভিস কুষ্টিয়া এর মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে জনৈক আসামী শাহিন, চকোরিয়া, কক্সবাজারে প্রেরণ করেছে। আসামী মোঃ লিটন হোসেনের REDX পার্সেল সার্ভিস কুষ্টিয়া এর নিজস্ব প্যাডে CN No-714056 স্লিপটি প্রদান করে। REDX পার্সেল সার্ভিস কুষ্টিয়ার কর্মকর্তাকে আসামীর দেওয়া REDX ডেলিভারী স্লিপ দেখালে ইং ২৭/১০/২০২২ তারিখ মোটর সাইকেলটি চকোরিয়া, কক্সবাজারে তাদের সহযোগির ঠিকানায় পার্সেল এর বিষয়ে সত্যতা পাওয়া যায়। মোটর সাইকেলটি চোরাই বিধায়, পার্সেল ফেরত আনার বিষয়ে উক্ত কর্মকর্তাকে বললে তিনি কুষ্টিয়ার এরিয়া ম্যানেজার এর সাথে কথা বলে ডেলিভারীকৃত চোরাই মোটরসাইকেলটি ফেরত আনার ব্যবস্থা করেন। চোরাই মোটর সাইকেল চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারের চেষ্টাকালে ইং ০৩/১১/২০১২ তারিখ REDX পাশে সার্ভিস কুষ্টিয়া অফিস হতে মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, চকোরিয়া প্রেরিত চোরাই মোটর সাইকেলটি ফেরত এনেছে। উক্ত অফিস হতে একটি পুরাতন লাল-কালো রংয়ের নাম্বার পেলেট বিহীন ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং JZXWNK04665, চেসিস নং – PSUB44BYONTA 13407, মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মূল্যের চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক ইং-০৩/১১/২০২২ তারিখ ১৫:৩০ ঘটিকার সময় জব্দ করে