শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
মাদারীপুর থেকে রুবেল মাহমুদ, কালের খবর : মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকের হাট বন্দরের ঘোষাল কান্দী গ্রামের খালিয়া রোড থেকে প্রায় ২ কেজি গাঁজা সহ আটক ১ গাজা ব্যবসায়ী। আজ সোমবার গোপন সংবাদে রাজৈর থানার ওসি আলমগীর হোসেনের আদেশে তদন্ত ওসি সঞ্জয় কুমার এর নেতৃত্বে এস আই নামজুল সহ অভিযান চালিয়ে আনুমানিক রাত ০৮.০০ ঘটিকায় টেকেরহাট টু কদমবাড়ী রোডের কাজী জুয়েল ষ্টোরের সামনে থেকে গাজা ব্যবসায়ী মোঃ মোস্তাফা (৩৮) কে কদম বাড়ি যাওয়া পথে প্রায় ২ কেজি গাঁজা সহ জব্দ করে।
আসামির নামঃ গাঁজাব্যবসায়ী মোঃ মোস্তাফা
আসামির পিতার নামঃ মুলফত আলী।
আসামির ঠিকানাঃ গ্রামঃ শ্রীরাম পুর,থানাঃ বুড়ীচং, জেলাঃ কুমিল্লাহ।
জব্দ আলামতঃ ১/ প্রায় ২ কেজি গাঁজা। ২/ একটা কাল ব্যাগ ৩/ একটা সাদা বস্তা।
মামলার সাক্ষীঃ মোঃ কাজী আবুল কালাম, সাং ঘোষালকান্দী,রাজৈর মাদারীপুর।
এ ব্যাপারে তদন্ত ওসি সঞ্জয় কুমার জানান,আমরা অভিযান চালিয়ে গাঁজা সহ আটক করি মামলা আইনের প্রকিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে রাজৈর থানা ওসি মোঃ আলমগীর হোসেন জানান যে, মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে আগামীকাল সকালে মাদারীপুর কোর্টে চালান দেওয়া হবে। কিন্তু বলেন রাজৈর থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এই অভিজান চলবেই আর সার্বিকভাবে সহযোগিতার আহ্বান জানান সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং জনসাধারণের প্রতি। জনসাধারণ, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা প্রসাশনকে জানান মাদকমুক্ত রাজৈর থানা মাদক মুক্ত গড়ার লক্ষ্যে সহযোগিতা করবেন জানান