শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
মোঃ শহিদুল ইসলাম, কালের খবর :
অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলা,সংবাদ প্রকাশ এবং ফেসবুকে লাইভ করার কারণে সোনারগাঁয়ের তরুন সাংবাদিক গোলাম গোলাম রাব্বানী রাব্বানী অবশেষে হত্যার শিকার হতে হলো। বীর মুক্তিযোদ্ধার সন্তান, সোনারগাঁয়ে স্ত্রী-সন্তান নিয়ে বসবাসকারী গোলাম রাব্বানী হত্যার ক্লু উদঘাটন করে অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ। এদিকে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে বিএমএসএফ ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলী সাদিক খান অবিলম্বে হত্যাকান্ডের ক্লু উদঘাটনসহ জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করেন।
বিএমএসএফ ঢাকা জেলার সদস্য গোলাম রাব্বানীর হত্যাকারীদের বিচার দাবি করেছেন ঢাকা জেলার সভাপতি রেজা নওফল হায়দার ।
আজ বৃহস্পতিবার সকালে সোনারগাঁও মিউজিয়ামের পাশের দীঘির পাড় থেকে ভাসমান লাশ উদ্বার করেছে পুলিশ।