শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। ।
মাদকসেবিদের উৎপাত ঠেকাতে আখাউড়ায় তল্লাশি চৌকি বসছে। কালের খবর

মাদকসেবিদের উৎপাত ঠেকাতে আখাউড়ায় তল্লাশি চৌকি বসছে। কালের খবর

ইয়াছিন আরাফাত(আশিক), ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর ঃ  মাদকসেবিদের উৎপাত ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তল্লাশি চৌকি বসছে। ইতিমধ্যেই স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী এডঃ আনিসুল হকের বিশেষ বরাদ্দ থেকে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জায়গা বাছাইয়ের কাজ শেষে তল্লাশি চৌকির নির্মাণ কাজ শুরু হবে।

বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে আখাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ- আসাদুল ইসলামের সঙ্গে মত বিনিময়কালে চৌকির বিষয়টি জানানো হয়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. কামরুল ইসলাম, ওসি আসাদুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া, সাংবাদিক দুলাল ঘোষ, কাজী হান্নান খাদেম, বাদল আহম্মেদ খান, মো. ফজলে রাব্বি, প্রমুখ। এ সময় বক্তারা আখাউড়ার আইনশৃংখলা পরিস্থিতির সার্বিক দিক তুলে ধরেন।
মত বিনিময়কালে জানানো হয়, মাদক সেবন করতে জেলা সদর থেকে মোটর সাইকেলে করে অনেকে আসে। এ পরিস্থিতি সামাল দিতে প্রধান সড়কের প্রবেশ মুখে চৌকি বসানো হবে।
আখাউড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী জানান, মন্ত্রী মহোদয়ের বিশেষ বরাদ্দের এক লাখ টাকা দেওয়া হবে চৌকির জন্য। পুলিশের পক্ষ থেকে চাওয়া মাত্র টাকা দিয়ে দেওয়া হবে। চৌকির জন্য জায়গা নির্ধারণের পর পুলিশ বরাদ্দ নিবে বলে জানিয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com