শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
ইয়াছিন আরাফাত (আশিক) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক মৎস্যচাষীর পুকুরের মাছ চুরি করে পাড় কেটে মাছ ছেড়ে দিয়ে ছয় লাখ টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (১৮ জুলাই) রাত প্রায় ১২.৩০ ঘটিকার সময় মোগড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ওই মৎস্যচাষী।
গত দুই মাস আগে সুলতান আহম্মেদের ছেলে সোহেল আহাম্মেদ তার বাড়ির পাশের একটি পুকুরে বিভিন্ন জাতের ১২হাজার মাছের পোনা ছাড়েন। প্রতিটি মাছের ওজন প্রায় এক কেজি হয়েছিল। সবমিলিয়ে তার পুকুরে প্রায় ছয় লাখ টাকার মাছ ছিল।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত বছরের ডিসেম্বর মাসে সৌদি আরব থেকে ছয় মাসের ছুটিতে বাড়িতে আসেন সোহেল। চিকিৎসার প্রয়োজনে ০২ কানী নাল জমি বিক্রির সিদ্ধান্ত নেয় তার মা-বাবা। ওই জমি সোহেল নগদ টাকার বিনিময়ে ক্রয় করে।এতে ক্ষিপ্ত হয়ে সোহেলের বড় ভাই রিপন সোহেলের কাছে এক লক্ষ টাকা দাবী করে । টাকা দিতে অস্বীকার করায় গুলি করে মারার হুমকি দেয়। কিভাবে পুকুরে মাছ চাষ করে দেখে নিবে বলেও হুমকী দিয়েছিল রিপন। পূর্বের আক্রোশে পূর্ব-পরিকল্পিত ভাবে এই কাজ করে ।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী সোহেল আহাম্মেদ জানান, তার বড় ভাই রিপন ও ভাতিজা পান্ত এবং চাচাতো ভাই রাজিব সহ আরও ৩/৪ জন মিলে রাতের অন্ধকারে পুকুর থেকে ০১ লাখ টাকার মাছ চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে পুকুরের পশ্চিম পাড়ের মাটি কেটে আরও ০৫ লাখ টাকার মাছ ছেড়ে দেয়।
সোহেল আহম্মেদের মা নুরজাহান বেগম জানান, ভোর অনুমান ০৪.৩০ ঘটিকার সময় নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যান তিনি।তখন পুকুরের পাড় কাটা এবং মাছ চলে যেতে দেখেন তিনি।
পুকুরের মাছ চুরি করে পাড় কেটে মাছ ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রিপন মিয়া ঘটনার দিন গ্রামের বাহিরে ছিলেন বলে জানান।
আখাউড়া থানার এসআই মো.নিয়ামুল হুসাইন জানান, পুকুরের মাছ চুরির একটা অভিযোগ পেয়েছি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।