শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
আহমেদ সাজু ( সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল নকিল বিলে সাতার কাটতে গিয়ে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়।ঈদের ছুটিতে শনিবার সকালে কয়েকজন বন্ধু মিলে বিলের পানিতে সাঁতার কাটার সময় শাহেদ ও মামুন হঠাৎ গভীর পানিতে ডুবে যায়। অন্যান্য বন্ধুূূদের চিৎকারে আশেপাশের লোকজনের সহায়তায় শাহেদকে পাওয়া গেলেও মামুনকে দীর্ঘ সময় পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মামুন বহেড়াতৈল ইউনিয়নের ভুগলিচালা গ্রামের প্রবাসী মো.হাকিম ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়,মামুন কালিহাতী উপজেলার গান্ধিনা লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের ছাত্র। স্থানীয়রা জানায়,মামুন খুব সহজ, সরল একজন ছেলে।তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।