শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
চিকিৎসা নিতে নেতাকর্মীরা উপজেলা হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন নেতাকর্মীদের ওপর পুনরায় হামলা চালানো হয় দাবি করেন বিএনপির আহবায়ক বাহার উদ্দিন বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
এ ব্যাপারে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার জানান, বিএনপির নেতাকর্মীরা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানীর ওপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। তার পরবর্তীতে দুইপক্ষের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়া ও সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগও পাইনি।