সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বের হওয়ার পথে জুরাইন লেভেলক্রসিংয়ে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে বাসটি। ঠিক সেই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ট্রেন আসার কারণে রেলের বার পড়ে যায়। এ সময় গাড়ির চালক বারবার চেষ্টা করেও ইঞ্জিন স্টার্ট করতে পারছিলেন না। এদিকে ট্রাফিক পুলিশ ত্বরিত পদক্ষেপ নিয়ে বাসটিকে লেভেলক্রসিং পার করে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করে।
টিআই বিপ্লব ভৌমিক জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রো ব ১১-৪০৩০ বাসটি হঠাৎ জুরাইন রেললাইনের ওপর ওঠামাত্র বন্ধ হয়ে যায়। পলাতক চালক অনেক চেষ্টা করেও স্টার্ট করতে পারছিলেন না। এ সময় আমি আতঙ্কে পড়ে গেলেও ট্রেন আসার কয়েক সেকেন্ড আগেই ত্বরিত গতিতে লোকজন নিয়ে বাসটি রেললাইন পার করে দিতে সক্ষম হই। এতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।