শনিবার, ১১ মে ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুর ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রয়াত বাবার দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী: শাহজাদপুর কাছারি বাড়িতে চলছে ৩ দিনের জন্মোৎসব। কালের খবর সাতক্ষীরা জেলায় এবার ২৫০ কোটি টাকার আম বিক্রির আশা। কালের খবর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সম্পাদক জাহাঙ্গীর আলম। কালের খবর হজযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর
হবিগঞ্জে নবীগঞ্জের ইউপি সচিব ও উদ্যোক্তার দূর্নীতি প্রমাণিত। কালের খবর

হবিগঞ্জে নবীগঞ্জের ইউপি সচিব ও উদ্যোক্তার দূর্নীতি প্রমাণিত। কালের খবর

স্টাফ রিপোর্টার,  কালের খবর : নবীগঞ্জ উপজেলায় দীঘলবাক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। উপজেলা প্রশাসন শিগগির ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন দীঘলবাক ইউপি পরিদর্শনে গেলে সেখানে তিনি বিভিন্ন ধরনের দুর্নীতির প্রমাণ পান। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউপিতে সচিব হিসেবে কর্মরত রয়েছেন বলাই চক্রবর্তী ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার নাম মনসুর আহমেদ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দীঘলবাক ইউপিতে জন্মনিবন্ধন করতে জনভোগান্তি, অফিসে দালাল রাখা, জাল চালান তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ, জালিয়াতির মাধ্যমে নিবন্ধনের তথ্য পরিবর্তন, জাল সনদ তৈরি, ভিজিডি’র অর্থ ও চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন দুর্নীতির প্রমাণ পেয়েছেন ইউএনও।

এর আগে ভুক্তভোগী লোকজন এ বিষয়ে অভিযোগ তুলেছিলেন। পরিদর্শনের সময় ইউপির চেয়ারম্যান মো. ছালিক মিয়া ও পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন এবং শিগগির সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে ইউপি সচিব বলাই চক্রবর্তী বলেন, আমার নামের আইডি দিয়ে কাজ করেন উদ্যোক্তা। তিনিই অনিয়ম করেছেন, যার দায়িত্ব এসে পড়েছে আমার ওপর।

তবে পরিদর্শনকালে ইউএনও তাদের কিছুটা ভুল বুঝেছেন বলেও দাবি করেন তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com