রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
নয়ন আলী , শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উক্তির মতোই বলতে হয়, ” শেষ হইয়াও হইলো না শেষ।” অর্থনৈতিক ভাবে স্বাবলম্বন হতে দুজন তরুণ উদ্যোক্তা পাঁচ মাস আগে শুরু করেছিলেন মাছ চাষ। পরিচর্যারও অভাব ছিল না। আর মাত্র দুটো সপ্তাহ গেলেই ঝকঝকে স্বপ্ন ধরা দিত হাতের মুঠোয়। কিন্তু হঠাৎই রাতের অন্ধকারে সব স্বপ্ন গুড়িয়ে দিল অচেনা কোন চোর। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নে জয়রামপুর গ্রামে। ঐ ইউনিয়নের মোঃ রানা এবং হাবিবুল্লাহ ইউনিয়নের আবুল কালাম আজাদ নামের দুজন তরুণ উদ্যোক্তা একটি বায়োফ্লক পদ্ধতিতে শুরু করেছিলেন মাছ চাষ।
সরেজমিনে গিয়ে মাছ চাষি এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে কোন একসময় মালিকের অনুপস্থিতিতে ঘরে ঢুকে বায়োফ্লকের অক্সিজেন মেসিন এবং পানি তোলার মটর চুরি করে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে এর ফলেই অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার ফলে সব মাছ মরতে শুরু করে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকা রানা সকালে মাছের খাবার দিতে গিয়ে দেকতে পান বায়োফ্লকে থাকা অধিকাংশ মাছই মরে ভেসে উঠেছে। এর ফলে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কোন অভিযোগ দেননি।