রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
আহমেদ সাজু টাঙ্গাইল সখীপুর থেকে, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে বীথি আক্তার( ২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার ভোরে শোলাপ্রতিমা গ্রামের বাবার বাড়িত গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।নিহত বীথি আক্তার উপজেলার শোলাপ্রতিমা গ্রামের তুলা মিয়ার মেয়ে।
এ বিষয়ে পরিবারের সদস্যরা জানায়,গত কয়েকদিন যাবত নিহতের স্বামী কৈয়ামধু গ্রামের সৌদি প্রবাসী
আসরব আলীর সাথে মোবাইল ফোনে কথাকাটি চলছিল। বৃহস্পতিবার ভোরে বীথি আক্তারকে ঘরের আড়ার সঙ্গে তার মা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সখীপুর থানার এস আই দেলোয়ার হোসেন বলেন, সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করি।পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ময়না ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।