রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) থেকে, কালের খবর : যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে স্বামী কে বালিশ চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীর মূখে বালিশ দিয়ে চেপে ধরলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের কাছে স্বীকার ওই স্ত্রী। এমন অভিযোগে স্ত্রী সুরাইয়া খাতুন (১৯)কে আটক করেছে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যেম সহ প্রাথমিক সূত্র গুলো জানায়,
(২৮ /০৩/২০২২-ইং) রাতে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ফছিয়ার মন্ডলের ছেলে মোঃ লাল্টু মন্ডল (২৫), প্রতি দিনকার মত খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে । এরপর রাত আনুমানিক ২ টার দিকে কৌশলে তার স্ত্রী – যশোর কোতোয়ালি থানার কিফায়েতনগর গ্রামে ইউনুস মোল্লার মেয়ে মোছাঃ সুরাইয়া খাতুন (১৯) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে । কিছুক্ষন পর সুরাইয়া খাতুন তার শ্বাশুড়িকে ডেকে বলে আপনার ছেলে গলায় রশি দিয়ে আত্যহত্যা করেছে। এমন খবরে নিহত লাল্টু মন্ডলের বড় ভাই মনিরুজ্জামান মিন্টু এবং তার মা রুমের মধ্যে গিয়ে দেখতে পান লাল্টুকে রুমের মেঝেতে শোয়ানো রয়েছে। তখন তারা তড়িঘড়ি করে স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।সকালে এ ঘটনা থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত লাল্টুর লাশ এবং তার স্ত্রী সুরাইয়া খাতুন কে হেফাজতে নেয়। পরবর্তিতে পুলিশ কৌশলে নিহতের স্ত্রী সুরাইয়া খাতুনকে মৃত্যুর রহস্যর কথা জিজ্ঞাসা করলে স্বামী কে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করে। তবে এই ঘটনাশ ঘটনায় থানা পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি ।