রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
আহমেদ সাজু (সখীপুর)টাঙ্গাইল, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে সংগ্রহের পর মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি)জাকিয়া সুলতানার নেতৃত্বে পুলিশের একটি দল আজ সোমবার দুপুরে হাতীবান্ধা ইউনিয়নে কাশেম বাজারে একটি মুদি দোকান থেকে এসব চাল উদ্ধার করা হয়েছে। আটকৃত দোকান মালিক বিল্লাল হোসেন( ৪০)হাতীবান্ধা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় উপজেলার উপ-খাদ্য পরিদর্শক মাসুদ হোসেন বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। এবিষয়ে ভূমি কমিশনার জাকিয়া সুলতানা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে একটি মুদি দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০কেজি ওজনের ২৬বস্তা চাল উদ্ধার করা হয়েছে। দোকান মালিক বিল্লাল জানান, অধিক লাভের আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করছিলেন।এ মামলার বাদী জানান, চলতি মাসে ১০টাকা কেজি চাল ডিলার মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, ডিলার অথবা উপকারভোগীর কাছ থেকে কমদামে কিনে বেশি দামে বিক্রির জন্য চাল অবৈধভাবে মজুত করছিলেন।