রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর : টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের মাচিয়া গ্রামের আবুল কাসেম(৬০) নিজের জমানো টাকা সহ ঋণ করা ২লক্ষ টাকা দিয়ে অটো কিনেন প্রায় ৪মাস আগে। এটিই ছিল তার আয়ের একমাত্র সম্বল।
নিজের জমানো এবং ঋণের টাকায় কেনা অটো গাড়িটি ছিনতাই হয়ে যায় গতকাল ১৮ই মার্চ শুক্রবার।
আবুল কাসেমের ছেলে জহিরুল ইসলাম বলেন, আবার বাবা গতকাল সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হয়ে যায়।
সারাদিন বাড়িতে না ফেরায় আমরা খোঁজ নিতে বের হলে রাত ১১টার দিকে সখিপুর হাসপাতাল গেইটের সামনে পড়ে থাকতে দেখে হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার জানান তাকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে।তারপর বাবাকে হাসপাতালে ভর্তি করি।
জহিরুল ইসলাম আরো বলেন, অটো ছিনতাই এর বিষয়ে থানায় এখনো যাইনি,তবে বাবা কিছু টা সুস্থ হলে জিডি করবো।