বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
খাগড়াছড়িতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। কালের খবর জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাভাপতি নির্বাচিত হলেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। কালের খবর নবীনগরে সাংবাদিকদের সাথে জেলা বিএনপির আহবায়কের মতবিনিময়। কালের খবর বিদ্যুৎ খাতের দুর্বৃত্তদের বিচার করতে হবে। কালের খবর শতকোটি টাকার সাম্রাজ্য পটিয়ার নবাব ও মহব্বতের। কালের খবর নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী। কালের খবর মাদারীপুরের শিবচর সার্কেলের “সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর পাসপোর্টের সাবেক ডিজির বিরুদ্ধে যত অভিযোগ। কালের খবর আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন। কালের খবর মাদারীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভা। কালের খবর
নবীনগরে ৭২ কোটি ব্যয়ে মেঘনা নদীর তীরে বাঁধ নিমার্ণকাজে ধীরগতি। কালের খবর

নবীনগরে ৭২ কোটি ব্যয়ে মেঘনা নদীর তীরে বাঁধ নিমার্ণকাজে ধীরগতি। কালের খবর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া )প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি হতে ধরাভাঙ্গা এমপি বাঁধ পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক ৭২ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে ২০২০ সালে শুরু হওয়া মেঘনা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পটি ২০২১ সালের জুন মাসেই শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজটি শেষ না হওয়ায় আগামী ৩০ জুনের মধ্যে কাজটি শেষ করার নির্দেশ দিয়েছে পানি সম্পদ মন্ত্রনালয়।
এরই প্রেক্ষিতে চলমান নিমার্ণকাজ সরেজমিনে গতকাল শনিবার দুপুরে পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল,মধ্যবর্তী মূল্যায়ন কমিটির প্রধান পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এসএম রেজাউল মোস্তফা কামাল, পরিকল্পনা কমিশনের উপ-সচিব সামছুল ইসলাম মেহেদী, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব(আইএমইডি) সাইফুল ইসলাম, উপ-সচিব আনোয়ার পাশা, দীপান্বিতা রায়, খায়রুন নাহার, ইউএনও একরামুল ছিদ্দিক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, ঠিকাদার এমএ জাহের, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লাল মিয়াসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
মোহাম্মদ এবাদুল করিম বুলবুলএমপি বলেন, ঠিকাদারের অবহেলার কারনে এই কাজটি অনেকটা পিছিয়ে গেছে, আজকে ঠিকাদার আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন, তিনি আগামী ১মাসের মধ্যে এই কাজ শেষ করবেন।
কাজের ধীরগতির কথা জানিয়ে মূল্যায়ন কমিটির সদস্যরা সাংবাদিকদের বলেন, কাজের মান ঠিক রাখতে আমাদের নিয়মিত তদারকি রয়েছে, ফান্ডের কোন সমস্যা নেই, নির্ধারিত সময়ে কাজটি শেষ না হওয়াতে আগামী জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বর্তমানে কাজ দ্রæত গতিতে চলছে, আশা করছি ৩০জুনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করা যাবে।
প্রকল্পের ঠিকাদার এমএ জাহের বলেন, আগামী জুনের মধ্যেই আমি এই প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com