বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
এম আই ফারুক আহমেদ , কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাংস বিক্রেতা কে বুধবার(০২ মার্চ)সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লক্ষীপুরা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে মো.আরিফ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।সূত্র জানায় একজন মাংস বিক্রেতা পঁচা ও নষ্ট মাংস বিক্রি করতেছিল।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা’র প্রতিনিধি মাংসের গুণগত মান পরীক্ষা করে পঁচা ও নষ্ট নিশ্চিত করেন। পঁচা মাংস বিক্রি করায় বিক্রেতাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ২৪ ধারা লঙ্ঘনের দায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সকল পঁচা মাংস বিনষ্ট করা হয়।অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করেন সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মকর্তাগণ ও সলিমগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি।