বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
নবীনগর প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো.আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় এসআই হরিদাস এর নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার(০১/০৩)সকালে মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা সহ ০৪ মাদক পাচারকারী কে গ্রেফতার করেছে সলিমগঞ্জ নৌ-পুলিশ ইউনিট।
গ্রেফতারকৃতরা হচ্ছে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার কান্দাপাড়া গ্রামের মো.মোমেন মিয়ার ছেলে মকবুল হোসেন ওরফে বাবু(১৯),খানে পাড়া গ্রামের মৃত অলি মিয়ার ছেলে মোমেন মিয়া(৩৫),ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার হাকর গ্রামের সামসু মিয়ার ছেলে মো.হেলাল মিয়া(৩০)কৃষ্ণপুর গ্রামের মো.ইউনুছ মিয়ার ছেলে মো.রিপন মিয়া(২০)।
সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো.আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান,মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাবালুয়া নৌকা ঘাট থেকে উপরোক্ত আসামিদের কে ০৭ কেজি গাঁজা সহ চারজন কে গ্রেফতার করেন।