মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সরকারের উন্নয়নের সুফল : নবীনগরে নদীভাঙন থেকে মুক্তি পাচ্ছে মেঘনা পাড়ের ৪ গ্রামের মানুষ। কালের খবর গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী-আরিফুর রহমান খান। কালের খবর চট্টগ্রাম মহানগর বিচার বিভাগ কর্তৃক আয়োজিত ‘মত বিনিময় সভায়, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। কালের খবর নবীনগরের সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর ঢাকা প্রেস ক্লাবের সৌদি আরবে কমিটি গঠন। কালের খবর। মুরাদনগরে জমকালো আয়োজনে ‘দৈনিক গণ মানুষের আওয়াজ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কালের খবর বঙ্গবন্ধুর লক্ষ্য বাস্তবায়ন করতে যোগ্য নাগরিক দরকার: আলফাডাঙ্গায় সাবেক আইজিপি শহীদুল হক। কালের খবর নবীনগরের আ.লীগ সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের নির্বাচনী গণসংযোগ ও প্রচারনা শুরু। কালের খবর সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ক্ষেত্রে চালু হলো অপারেশন থিয়েটার। কালের খবর হত্যা-অত্যাচার করে আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি : প্রধানমন্ত্রী। কালের খবর
আওয়ামীলীগ নেতা শেখ আবুল কাশেমকে তার বসত বাড়ি থেকে উচ্ছেদের পাইতারা। কালের খবর

আওয়ামীলীগ নেতা শেখ আবুল কাশেমকে তার বসত বাড়ি থেকে উচ্ছেদের পাইতারা। কালের খবর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবুল কাশেম(৫২) কে তার বসত বাড়ি থেকে উচ্ছেদ করতে ভাংচুর ও লোটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সকালে পৌর এলাকার ২ নং ওয়ার্ড পশ্চিম পাড়ার শেখ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, আওয়ামীলীগ নেতা শেখ আবুল কাশেম পেশায় একজন রাজ মেস্তুরি হলেও এলাকায় তিনি আওয়ামীলীগের নিবিদিত কর্মী হিসেবে পরিচিত। বিগত ৩০ বছরের উপরে তিনি আওয়ামীলীগ ও তার অংঙ্গ সংগঠনের রাজনৈতির সাথে জড়িত। আর্থীক ভাবে অসচ্ছল থাকায় তিনি এলাকার বিভিন্ন গ্রামে রাজ মেস্তুরীর কাজ করে থাকেন।
অভিযোগ সূত্র জানা যায়,আওয়ামীলীগ নেতা আবুল কাশেম তার বাড়িতে না থাকার সুযোগে তারই আপন ছোট ভাই মো. মামুন (৪৫),এলাকার আব্দুল আলিম(৫০) ও তার ভাতিজা আনোয়ার (২২) আবুল কাশেমের ঘরের টিনের চাল ও ঘরে থাকা আসবাব পত্র ভাংচুর ও ঘরে লোটপাট চালায়। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে নবীনগর
থানা পুলিশের কাছে জানালে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী আওয়ামীলীগ নেতা শেখ আবুল কাশেম কান্না জড়িত কন্ঠে জানান, আজ সোমবার সকালে আমার থাকার বসত ভিটা থেকে আমাকে উচ্ছেদ করতে আমার প্রতিবেশি আব্দুল আলিম আমার ছোট ভাইকে নিয়ে আমার ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঘরে লোটপাট চালিয়েছে। আমি খবর পেয়ে নবীনগর থানায় জানালে
পুলিশ আসার আরগেই তারা পালিয়ে যায়। আমি গরীব মানুষ এ ঘটনার সঠিক বিচার চাই।এ বিষয়ে পৌর এলাকার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক শেখ সাকিম জানান,এটি একটি অর্পিত সম্পতির
জায়গা। জায়গাটির মালিকানা শেখ আবুল কাশেম ও তার দুই ভাই। তারা অনেক দিন পূর্ব থেকে এই জায়গায় বসবাস করছে। জায়গাটি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। মামলা চলমান থাকার পরও তারা আজ সোমবার সকালে নিরেহ আবুল কাশেমের বসত ঘর ভাংচুর করেছে।
ভাংচুর ও লোটপাটের বিষয়ে জানতে বিবাদী মো. মামুন,আব্দুল আলিম ও তার ভাতিজা আনোয়ারের খোজ করা হলেও তাদের এলাকায় পাওয়া যায় নি।
এ বিষয়ে নবীনগর থানার এস আই মো. এমরান
জানান,অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে দুই পক্ষকে
আগামীকাল মঙ্গলবার সকালে নবীনগর থানায় ডাকা হয়েছে। ঘটনাটির তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com