রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর :
মৌলভীবাজারের জেলার শ্রীমঙ্গল র্যাব-৯, ক্যাম্প এর অভিযানে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ আন্তজেলা দুই মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য নিশ্চিত করা হয়।২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার
শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর এলাকা হতে ২০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ আন্তজেলা মাদক ব্যবসায়ী মোঃ রিপন মিয়া (২৭), পিতা-মোঃ ছিদ্দিকুর রহমান, সাং-উড়িয়ন্দ, থানা-মিঠামাইন,জেলা-কিশোরগঞ্জ ও এসএম তৌহিদুজ্জামান (৩০),
পিতা:এসএম অহিদুজ্জামান, সাং-বড় ভাটরা, থানা- মোকসুদপুর, জেলা-গোপালগঞ্জ ।
প্রেসবিজ্ঞপ্তির মাধ্যেমে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক গাঁজা বিভিন্ন জেলায় পরিবহন এবং ব্যবসা করে আসছিল। র্যাব-৯ এর আভিযানিক দল সু-কৌশলে বিভিন্ন পন্থা অবলম্বন করে গাঁজার চালান এবং প্রাইভেট কারসহ মোঃ রিপন মিয়া ও এস এম তৌহিদুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং সুকৌশলে আরও একজন মাদক ব্যবসায়ী আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল।
উল্লেখ্য, ধৃত আসামীদ্বয় পূর্বেও মাদক সহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক
মামলা রয়েছে বলে জানা যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,
২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায় ।