রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউপি চেয়ারম্যান ও সচিবকে ইউএনও’র শোকজ! কালের খবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউপি চেয়ারম্যান ও সচিবকে ইউএনও’র শোকজ! কালের খবর

শনিবার এলাকায় সরজমিনে গিয়ে স্থানীয় বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান লাল মিয়া গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ইতিমধ্যে গত ১১ জানুয়ারি তিনি শপথও নেন।

এলাকার লোকজন জানান, নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লাল মিয়াকে সম্প্রতি পাশ্ববর্তী সলিমগঞ্জ ইউনিয়নের ইউপি সচিব জগলুল আহমেদের সঙ্গে বসে মদ পান করার একটি ভিডিও ফুটেজ সম্প্রতি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। পরে বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে তোলপাড় সৃষ্টি হলে, ঘটনাটি উপজেলা প্রশাসনেরও নজরে আসে।

এ অবস্থায় নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক ওই দু’জনকে গত ২৫ জানুয়ারি লিখিতভাবে শোকজ পাঠান। শোকজের ওই চিঠিতে আলোচিত ওই মদ পানের দৃশ্যের ভিডিওটি প্রশাসনের কাছে সংরক্ষিত আছে উল্লেখ করে ‘কেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে না’ তা তিন কর্মদিবসের মধ্যে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে গতকাল শনিবার ইউএনও’র মুঠোফোন বারবার কল দিয়ে তাঁর ফোনটি ব্যস্ত পাওয়া যায়। পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইনের সঙ্গে কথা বললে, তিনি বলেন,”আগামি ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউপি নির্বাচন নিয়ে ইউএনও স্যার ব্যস্ত আছেন।’ তবে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে এসি ল্যান্ড বলেন,’ওই মদ পানের ঘটনায় ইউএনও স্যার দুজনকে ইতিমধ্যেই কারণ দর্শাও নোটিশ দিয়ে তিন কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে নির্দেশ দিয়েছেন।’

এদিকে এ বিষয়ে বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান লাল মিয়া গতকাল রাতে বলেন,’এইডা আমার বিরুদ্ধে একটা সম্পূর্ণ পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। শোকজের জবাব দিয়েছি এবং ইনশাল্লাহ সবার দোয়ায় এইডা শেষ হইয়া গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com