সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী-আরিফুর রহমান খান। কালের খবর চট্টগ্রাম মহানগর বিচার বিভাগ কর্তৃক আয়োজিত ‘মত বিনিময় সভায়, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। কালের খবর নবীনগরের সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর ঢাকা প্রেস ক্লাবের সৌদি আরবে কমিটি গঠন। কালের খবর। মুরাদনগরে জমকালো আয়োজনে ‘দৈনিক গণ মানুষের আওয়াজ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কালের খবর বঙ্গবন্ধুর লক্ষ্য বাস্তবায়ন করতে যোগ্য নাগরিক দরকার: আলফাডাঙ্গায় সাবেক আইজিপি শহীদুল হক। কালের খবর নবীনগরের আ.লীগ সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের নির্বাচনী গণসংযোগ ও প্রচারনা শুরু। কালের খবর সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ক্ষেত্রে চালু হলো অপারেশন থিয়েটার। কালের খবর হত্যা-অত্যাচার করে আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি : প্রধানমন্ত্রী। কালের খবর চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু, মা আহত। কালের খবর
মারধর মামলায় ঢাকায় গ্রেফতার : ঘুস ছাড়া গুদামে চাল নিতেন না খাদ্য পরিদর্শক মাসুদ! কালের খবর

মারধর মামলায় ঢাকায় গ্রেফতার : ঘুস ছাড়া গুদামে চাল নিতেন না খাদ্য পরিদর্শক মাসুদ! কালের খবর

ভৈরব উপজেলা খাদ্যগুদামে থাকাকালে খাদ্য পরিদর্শক খোরশেদ আলম মাসুদ প্রতি টন চালে দুই হাজার টাকা করে ঘুস নিতেন। ঘুস না পেলে তিনি চাল গুদামে নিতেন না। এ ব্যাপারে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাল সরবরাহকারীরা লিখিত অভিযোগ করেন। অভিযোগ দুদক আমলে নিলেও যুবলীগের ঢাকা দক্ষিণের সাবেক সহ-সভাপতি মাসুদ বরাবরই বেপরোয়া ছিলেন। ঢাকায় সাংবাদিক এমদাদুল হক খানের ওপর হামলার মামলায় শুক্রবার তাকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর মাসুদের দুর্নীতির নানা তথ্য বেরিয়ে আসছে।

বুধবার রাতে ঢাকার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‌্যাব) সাবেক অর্থ সম্পাদক এমদাদের বাসায় ঢুকে স্ত্রী ও সন্তানের সামনে তার ওপর হামলা করে মাসুদ। এতে এমদাদ আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার হাতিরঝিল থানায় মাসুদ (৪০) ও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে এমদাদ মামলা করেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচার বাসা থেকে মাসুদকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। ঢাকায় মাসুদের গ্রেফতারের খবরে ভৈরব উপজেলা খাদ্যগুদামে থাকাকালে তার ঘুস ও দুর্নীতিসহ নানা অপকীর্তির তথ্য পাওয়া গেছে। ভৈরব উপজেলা খাদ্যগুদামে ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত খাদ্য পরিদর্শক পদে মাসুদ কর্মরত ছিলেন। বর্তমানে টাঙ্গাইলের ঘাটাইল খাদ্যগুদামে তিনি কর্মরত। পরিবার নিয়ে তিনি ঢাকায় থাকেন।

ভৈরবে থাকাকালে মাসুদের বিরুদ্ধে ঘুস-দুর্নীতিসহ নানা কেলেংকারির অভিযোগে তদন্ত হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের ৬ নভেম্বর খাদ্যমন্ত্রীর কাছে স্থানীয় অটোরাইস মিল মালিক তারিক আহমেদ লিখিত অভিযোগ করেন। চাল সরবরাহ বাবদ তার কাছ থেকে মাসুদ ২২ লাখ টাকা ঘুস নিয়েছেন। একই বছরে দুদক চেয়ারম্যানের কাছে আরেক অটোরাইস মিল মালিক আবদুল্লাহ আল মামুন লিখিত অভিযোগ করেন। তার কাছ থেকে মাসুদ ২৫ লাখ টাকা ঘুস নিয়েছেন। এ দুজনের অভিযোগ খাদ্য অধিদপ্তর থেকে তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ-তিনি কখনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ-নির্দেশ মেনে চলতেন না। অনেক সিনিয়র অফিসারের সঙ্গে যুবলীগের সাবেক নেতার পরিচয়ে তিনি দুর্ব্যবহার করতেন। অনেক সময় যুবলীগের সাবেক নেতা সম্রাটের নাম ভাঙিয়েও তিনি অপকর্ম করতেন। মাসুদের বিরুদ্ধে অভিযোগ-ঘুস-দুর্নীতি করে তিনি ঢাকায় ফ্লাট কিনেছেন। এ ছাড়া তিনি স্ত্রীর নামে ও বেনামে ঢাকায় বাড়ি-গাড়ি করেছেন। এসব ঘটনায় মাসুদের বিরুদ্ধে যুগান্তরে একাধিক খবর প্রকাশিত হয়। এ কারণে যুগান্তর প্রতিনিধিকে তিনি বিভিন্নভাবে হুমকি দেন এবং ফেসবুকে অশালীন বাক্য ব্যবহার করেন। অটোরাইস মিল মালিক আবদুল্লাহ আল মামুন জানান, ঘুস না দিলে মাসুদ চাল গুদামে নিতেন না। প্রতি টনে তিনি দুই হাজার টাকা করে ঘুস নিতেন। আমি তাকে ২৫ লাখ টাকা ঘুস দিতে বাধ্য হয়েছি। এ ব্যাপারে দুদকে লিখিত অভিযোগ দিয়েও কোনো ফল পাইনি। রাইস মিল মালিক তারিক আহমেদ জানান, গুদামে চাল সরবরাহ করতে গিয়ে আমি মাসুদকে ২২ লাখ টাকা ঘুস দিতে বাধ্য হয়েছি। এ বিষয়ে খাদ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছি। কিশোরগঞ্জের সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভির আহমেদ মোবাইল ফোনে জানান, মাসুদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। এ ব্যাপারে পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানি না। কারণ আমি সেখান থেকে বদলি হয়েছি। উল্লেখ্য, মাসুদ ভৈরবে কর্মরত অবস্থায় ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি ছিলেন। দলীয় কর্মকাণ্ড মিছিল-সমাবেশে অংশগ্রহণের নানা ছবি তিনি ফেসবুকে পোস্ট দিতেন। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি চাকরির আগে তিনি যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com