শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
জানা গেছে, ডেমরা এলাকার কোনাপাড়া, শাহজালাল রোড, ডগাই ব্যাংক কলোনি, মদিনাবাগ, বাশেরপুল, বড়ভাঙ্গা, গ্রিনসিটি, মোমেনবাগ, আল আমিন রোড, বক্রনগর, হিজলতলা, খন্দকার রোড, ইস্টান হাউজিং ডগাইসহ ডেমরার বিভিন্ন এলাকায় গ্যাসের এ সংকট চলছে।
শাহজালাল রোডের বাসিন্দা সান্তা জামান জানান, কোনাপাড়া শাহজালাল রোড এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকে না। এতে আমরা রান্না-বান্না করতে অনেক সমস্যায় পড়তে হয়েছে। এ বিষয়ে তিতাস গ্যাসের কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
বামৈল এলাকার ভাড়াটিয়া নারিগিস আক্তার বলেন, আমাদের এলাকায় গ্যাস না থাকায় আমরা মারত্মক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এ অবস্থা চলতে থাকলে এ এলাকা ছেড়ে অন্য এলাকায় বাসা ভাড়া নিতে হবে।
বাশেরপুল এলাকার বাসিন্দা পারভিন আক্তার বলেন, সকাল বেলা কম বেশি সবারই রান্না বান্না করতে হয়। এই সময়টাতে যদি গ্যাস না থাকে তখন কেমনটা লাগে! সকাল ৮টা না বাজতেই গ্যাস উধাও হয়ে যায় গ্যাস আসে দুপুর ২টায়। এ অবস্থা আর ভালো লাগে না।
কোনাপাড়া এলাকার ভাড়াটিয়া আজিজুল হক জানান, গ্যাসের সমস্যার জন্য এই এলাকা থেকে বাসা ছাড়ার পরিকল্পনা নিচ্ছেন। আগামী মাসে অন্যত্র ভাড়া নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তিনি।
পূর্ব বক্সনগর এলাকার বাসিন্দা মিম আক্তার বলেন, বকুলতলা এলাকায় সকাল থেকে দুইটা পর্যন্ত গ্যাস না থাকায় অনেক সময় হোটেল থেকে খাবার কিনে খেতে হয় আমাদের। উম্মে হানি জানান, এলাকায় গত এক সপ্তাহ যাবৎ গ্যাসের জন্য হাহাকার চলছে। সূর্য উঠার আগেই রান্না সেরে অন্য কাজ করতে হয়।
গ্যাসের এ সংকট প্রসঙ্গে জানতে চাইলে টিকাটুলি জোনের তিতাস গ্যাসের জেনারেল ম্যানেজার কাবির মিয়া কালের কণ্ঠকে বলেন, কিছুদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্যাস স্বল্পতা সংক্রান্ত অভিযোগ পেয়েছি। প্রতিবছর শীতকালে গ্যাস লাইনের পাইপে বরফ জমে গ্যাসের সরবরাহের গতি কমে যায় এতে অনেক এলাকায় গ্যাসের সমস্যা হয়।