বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:১০ অপরাহ্ন
মোঃ হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, কালের খবর : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সংশোধিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি জাহিদ হাসানকে সভাপতি পদে পুনর্বহাল রেখে এবং দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিবেদক মো. ইসহাককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এক বছর মেয়াদি এ কমিটিতে সহ-সভাপতি পদে আছেন দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মো. শফিউল্লাহ সুমন, যুগ্ম সম্পাদক হিসেবে আছেন দৈনিক প্রতিদিনের দৃশ্যপট উপজেলা প্রতিনিধি শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক আমার বার্তা উপজেলা প্রতিনিধি শাহ আলম কৌশিক, কোষাধ্যক্ষ দৈনিক প্রতিদিনের বাংলাদেশ উপজেলা প্রতিনিধি আব্দুল মালেক। সম্মানিত সদস্য পদে রয়েছেন- দৈনিক ভোরের ডাক উপজেলা প্রতিনিধি আজিজুল হাই সোহাগ, দৈনিক ভোরের পাতার হাবিবুর রহমান হাবিব, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মাহবুবুল আলম সোহাগ, দৈনিক দেশের কণ্ঠের ফয়সল আহমেদ, দৈনিক আমার দেশ পত্রিকার মো. সাখাওয়াত উল্লাহ, দৈনিক সকালের সময়ের মুর্শেদুল কবির রিপন।