বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
মোঃ মাহফুজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা নবীনগর রিপোর্টার্স ক্লাবে আজ ৫/০৩ রোজ বুধবার দুপুরে জোহরের নামাজের পর নবাগত সদস্য বরণ অনুষ্ঠান করা হয়।
নবীনগর রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে মাননীয় সভাপতি শাহীন রেজা টিটু ভাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শফিকের সঞ্চালনায় প্রথমে নতুন সদস্যদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবীনগর রিপোর্টার ক্লাবের প্রতি আম্হা রাখায় আপনাদেরকে ধন্যবাদ। ঐক্যবদ্ধভাবে আমাদের পথচলা আরো গতিময় হোক।
অদ্য ৫/৩/২৫ ইং তারিখে নবীনগর রিপোর্টার্স ক্লাবে যুক্ত হলেন যারা।
১/মাজহারুল ইসলাম বাদল -দৈনিক ঢাকা২/ মোঃ মাহফুজ- দৈনিক কালের খবর ৩/মোঃ মনির হোসেন শাহীন-দৈনিক গণকণ্ঠ। ৪/আবু হাসান আপন -দৈনিক নাগরিক ভাবনা। ৫/মো: নিজাম উদ্দিন -দৈনিক বাংলার নবকন্ঠ। ৬/সাবিনা ইয়াসমিন পুতুল -দৈনিক ভোরের সময়। ৭/মোঃ হেদায়াত উল্লাহ -দৈনিক আমার কাগজ।
৮/মোঃ সাদ্দাম হোসাইন -দৈনিক প্রথম প্রহর। ৯/জাহাঙ্গীর আলম জামাল -দৈনিক অর্থদৃষ্টি। ১০/মো: কবির হোসেন –
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন
মোঃ রেজাউল হক রহমত, সিনিয়র সহ-সভাপতি রিপোর্টার ক্লাব পত্রিকা দৈনিক নাগরিক ভাবনা। চান পাশা
সহ সভাপতি রিপোর্টার ক্লাব পত্রিকা দৈনিক বাংলাদেশ সমাচার। মোঃ জাবেদ আহমেদ জীবন যুগ্ম সাধারণ সম্পাদক রিপোর্টার ক্লাব পত্রিকা দৈনিক ভোরের কথা।
শেখ মিহাদ সাংগঠনিক সম্পাদক রিপোর্টার ক্লাব পত্রিকা দৈনিক সংবাদ সারাবেলা। শ্যামল বর্মণ শিমুল অর্থ ও দপ্তর সম্পাদক রিপোর্টার ক্লাব পত্রিকা দৈনিক প্রথম বাংলা ও দৈনিক কালের প্রতিচ্ছবি। মোহাম্মদ রাজন সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রিপোর্টার ক্লাব পত্রিকা দৈনিক দেশ বার্তা টিভি। মোঃ মাসুম মির্জা আপ্যায়ন ও ধর্ম সম্পাদক রিপোর্টার ক্লাব পত্রিকা ভোক্তা টিভি।হাজী কাউসার কার্যকরী সদস্য ১ রিপোর্টার্স ক্লাব পত্রিকা দৈনিক চেতনায় বাংলাদেশ।মোহাম্মদ টিপু সুলতান কার্যকরী সদস্য ২ রিপোর্টার্স ক্লাব পত্রিকা দৈনিক নতুন বাংলাদেশ। আব্দুল্লাহ আল মতিন সাধারণ সদস্য রিপোর্টার্স ক্লাব পত্রিকা দৈনিক তালাশ প্রতিদিন। রোহান আহমেদ সাধারণ সদস্য রিপোর্টার্স ক্লাব পত্রিকা দৈনিক একুশে সংবাদ।সৈকত শাহরিয়ার লেলিন সাধারণ সদস্য রিপোর্টার্স ক্লাব পত্রিকা দৈনিক ইনসাফ।সালমান জম্মাদার
সাধারণ সদস্য রিপোর্টার্স ক্লাব পত্রিকা দৈনিক আজকের সংগ্রাম।দেলোয়ার হোসেন সাধারণ সদস্য রিপোর্টার্স ক্লাব পত্রিকা দৈনিক ভোরের আলো। হযরত আলী সাধারণ সদস্য দৈনিক বাংলাদেশ পরিক্রমা।