বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:২০ অপরাহ্ন
মোঃ ইসমাইল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর :
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়াবাড়িতে এবার দোল উৎসব একদিনেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পবিত্র মাহে রমজানের কারণে এবারের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা থাকছে না।
আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালন স্মরণোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এছাড়াও অনুষ্ঠান চলাকালে লালনের মাজার ও আশপাশে কেউ মাদক সেবন করলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লালন একাডেমির সভপতি মো. তৌফিকুর রহমান। এর আগে স্মরণোৎসবে কেবল মূল আচার অনুষ্ঠান রাখার দাবি জানান বাউল ভক্তরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, বাউল ফিরোজ সাঁই, রাজ্জাক সাঁই, শফি সাঁই, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ বক্তব্য দেন।
সভায় বলা হয়, লালন একাডেমির পক্ষ থেকে আগামী ১৩ মার্চ সন্ধ্যায় এবং রাতে বাউল ভক্ত ফকিরদের বাল্যসেবা প্রদান করা হবে। তবে পরের দিন ১৪ মার্চ দুপুরে খেলাফতধারী বাউল ফকিরা নিজস্ব উদ্যোগে পূর্ণসেবা গ্রহণ করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. আব্দুল ওয়াদুদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।