শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় দোকানে আড্ডা দেয়ার সময় বাদশা মিয়ার বাড়ির আহমদ আলীর ছেলে আলী আজম ও বেপারিবাড়ির মতলব মিয়ার ছেলে দুলাল মিয়ার কথাকাটাকাটি হয়। এ সময় আলী আজম দুলালকে চর-থাপ্পড় মারে। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় প্রতিপক্ষের হামলায় বেপারিবাড়ির মিলন মিয়ার ছেলে ইশান ঘটনাস্থলেই নিহত হন। একই বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মনিরকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। বাকি আহতদের স্থানীয় ও জেলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।