রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
কালের খবর : খুব অল্প সময়ের মধ্যে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন সানি লিওন। নীল ছবির তারকা থেকে বি-টাউনের প্রথমসারির অভিনেত্রীদের ভিড়ে নাম লেখানো মোটেই সহজ ছিল না। সেটাই করে দেখিয়েছেন সানি। তার একটা আইটেম গানেই নাকি হিট হয় অনেক ছবি। এই সানিকেই নাকি টেক্কা দিচ্ছেন তার ভাবি কারিশমা।
উষ্ণতা কিংবা শরীর প্রদর্শনে সানি লিওনের থেকে কোনও অংশে কম যান না তার ভাবি করিশমা নায়ডু। যদিও তিনি পর্দার সামনে নন, কাজ করেন পর্দার পিছনে। তিনি একজন ফ্যাশন ডিজাইনার। ক্যামেরায় অভিনেতা-অভিনেত্রীদের সুন্দর দেখানোটাই তার কাজ।
অতি সম্প্রতি সানি লিওনির ভাই সন্দীপ বোহরার সঙ্গে বিয়ে হয়েছে করিশমার। তবে শুধুমাত্র সানির ভাবি হিসেবে নয়, সিনে দুনিয়ায় আগে থেকেই বেশ পরিচিত নাম করিশমা।
হটনেস, গ্ল্যামারে তিনি টেক্কা দিচ্ছেন সুন্দরী ননদকেও। আর তিনি নিজেও কম সুন্দরী নন।