শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
শেখ মো:সোহেল রানা লৌহজং প্রতিনিধি কালের খবর : নদী থেকে ড্রেজার মেশিন এবং বেলগেট মেশিন দিয়ে অবাধে বালু উওোলন, দেখার কেউ নেই। মাওয়া লৌহজং উপজেলা স্পর্শকাতর কুমারভোগ, শিমুলিয়া,হলদিয়া,লৌহজং -তেউটিয়া,বেজগাও,গাওদিয়া ইউনিয়নের ভিন্ন এলাকার নদীর সীমানা থেকে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অবৈধভাবে বালি উওোলন করা হচ্ছে দেখার কেউ নেই।বর্ষা শুরু হলে ফের ভাঙন শুরু।অব্যাতভাবে বালি উওোলন চলছে ফলে মানুষের বসতবাড়ি,স্কুল, মসজিদ, ফসলের জমি, ভাঙনের প্রধান কারণ অবৈধ বালু উওোলন বলছেন এলাকার মানুষ। প্রশাসেনর কোন কার্যকর ভুমিকা না থাকায় এলাকার সচেতন মানুষের মনে নানা প্রশ্ম হয়েছে। গর্জন শুরু হয়েছে পদ্মার। নদী তীরবর্তী স্বানে ব্যাপক ভাঙনের সৃষ্টি হচ্ছে। ড্রেজার মেশিন দিয়ে নদীর সীমানা থেকে প্রতিদিন প্রায় চার লাখ ঘনফুট বালু উওোলন করা হচ্ছে অবৈধ ভাবে। কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সরেজমিনে গিয়ে দেখা গেছে। ড্রেজারে মেশিনে এবং বেলগেট উওোলন বালুর ব্যবসা চলছেই।দীর্ঘদিন ধরে প্রকাশ্য এলাকায় অবৈধভাবে বিপুল বালি নিয়ে যাওয়া হচ্ছে। বালি বোঝাই ছোট -বড় ট্রাক ও অন্য যানবাহন চাপে গ্রামীণ সড়ক নষ্ট ও ধুলা- বালুতে পরিবেশ বিপন্ন হচ্ছে।উওোলন কৃত বালি প্রতি ঘনফুট সরকারি বালুর মূল্য ১.২৬পয়সা সে হিসেবে গড় দৈনিক ৪লাখ ঘনফুট বালু অর্থাৎ দাম পাচ লাখ টাকার বালু উওোলন করা হয়।কেউ কিছু বলে না। বেজগাও এলাকা বাসী কালের খবর লৌহজং প্রতিনিধি শেখ মো:সোহেল কে বলেন লিখে কি করবেন ? কিছু করতে পারবেন না! বালু উওোলন কারী অনেকই বড় বড় রাজনৈতিক ব্যাক্তিবর্গ। প্রশাসনের অবহেলায় বালু দস্যুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।