রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নতুন বাংলাদেশে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কত টুকু। কালের খবর দেবিদ্বারে মাদক কারবারী দম্পতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন। কালের খবর মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ। কালের খবর বাংলাদেশের রাষ্ট্র মেরামতে ৩১ দফা ও তারেক রহমান। কালের খবর ‌‌সম্প্রীতি সমাবেশ। কালের খবর সড়ক ও জনপদের ৩য় শ্রেণির কর্মকর্তার সম্পদের পাহাড়। কালের খবর  পেশাদার সাংবাদিকদের সবরকম সুরক্ষা দিতে কাজ করছে অর্ন্তবর্তীকালীন সরকার : এম আব্দুল্লাহ। কালের খবর সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন। কালের খবর ছাত্র-শিক্ষকের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে : ইউএনও মনজুর আলম। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর
বগুড়ার কথিত বালু ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘অ্যাকশনে পুলিশ | কালের খবর

বগুড়ার কথিত বালু ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘অ্যাকশনে পুলিশ | কালের খবর

Goodman Travels

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
বাড়ি নির্মাণ করতে গেলে বাজেটের চেয়ে বেশি ভাবনা ছিল বালু ব্যবসায়ীদের নিয়ে। তার ওপর চাঁদাবাজির খগড়। বগুড়া সদরসহ বিভিন্ন উপজেলায় এই চক্রের কাছে একরকম জিম্মি হয়ে পড়েছিল সাধারণ মানুষ। বাড়ি নির্মাণ করতে গেলেই হাজির হতো কথিত বালু ব্যবসায়ীরা। বাড়ির মালিকের পছন্দ বাদ দিয়ে বাধ্য করা হতো তাদের পছন্দে বালু ও নির্মাণসামগ্রী কিনতে। তার ওপর এলাকায় ক্লাব বা সংঘের নামে হতো চাঁদাবাজি। কখনো দলীয় পরিচয়ে, কখনো আত্মগোপনকারী সন্ত্রাসীদের পরিচয়ে চলতো এসব মচ্ছব। এক চক্রের সদস্যদের সঙ্গে আরেক চক্রের রেষারেষি ছিল প্রকাশ্যই। এনিয়ে খুনোখুনি ছিল খুবই সাধারণ বিষয়।

এই পরিস্থিতিতে বগুড়ায় নির্মাণাধীন স্থাপনা এবং জোর করে বাড়ির মালিককে নির্মাণসামগ্রী কেনায় বাধ্য করার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা। এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশের ‘অ্যাকশন’। পাশাপাশি বাড়ির মালিকদের নির্মাণ কাজ নির্বিঘ্নে চালিয়ে নিতে সব ধরনের আইনি নিরাপত্তাজনিত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার। এই ঘোষণায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট সবার মধ্যে।

এদিকে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জোর করে বালু ও নির্মাণসামগ্রী সরবরাহকারী এবং চাঁদাবাজের সঙ্গে জড়িত একশ জনের একটি তালিকা করেছে পুলিশ। সেই সঙ্গে প্রতিটি নির্মাণাধীন বাড়ি ও স্থাপনার সামনে সতর্ক বার্তামূলক সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার ৫১৮টি নির্মাণাধীন স্থাপনার সামনে এই সাইনবোর্ড ঝুলিয়েছে পুলিশ।এ ব্যাপারে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা ঢাকাটাইমস বলেন, ‘বগুড়া জেলায় কোনো ধরনের চাঁদাবাজি আমি হতে দেব না। চাঁদাবাজ, দখলদারে বিরুদ্ধে জেলা পুলিশ সব সময়ই কঠোর অবস্থানে রয়েছে। এমনকি নির্মাণাধীন বাড়িতে জোর করে বালু ও নির্মাণসামগ্রী সরবরাহ করা এবং চাঁদাবাজি বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বসেছিলাম। তাদের সঙ্গে কথা বলেছি। এখন থেকে কেউ এ ধরনের কাজ করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। এটি বন্ধ হলে অনেক অপরাধ কমে আসবে বলে মনে করি।’ গত জুনে শহরে প্রকাশ্যে চারটি হত্যার ঘটনা ঘটে। নিহতরা ছিলেন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী। তারা প্রত্যেকে বালু ব্যবসার সাথে জড়িত ছিলেন। এসব হত্যার পর পুলিশ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জোরপূর্বক বালু সরবরাহ বন্ধ হলে জেলায় অনেক অপরাধ কমে যাবে এমন চিন্তা থেকে পুলিশ সুপার শহরের বিভিন্ন এলাকায় সুধিজন ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন।

বৈঠকে তিনি বাড়ি নির্মাণকারীদের নির্ভয়ে পছন্দমতো স্থান থেকে বালু কিনে কাজ চালানোর আহ্বান জানান। এরপর থেকে নির্মাণাধীন বাড়িগুলো পুলিশী পর্যবেক্ষণে আছে। এছাড়া জোরপূর্বক বালু সরবরাহকারী একশ জনের তালিকা করেছে পুলিশ। যাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী।

স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, জোরপূর্বক বালু সরবরাহকারী চাঁদাবাজদের কারণে বাড়ি করতে গিয়ে হরহামেশা মালিকদের পড়তে হতো নানা অসুবিধায়। হুমকি ধামকিতে সব সময় তটস্থ হয়ে তাকতে হতো তাদের। পছন্দ মতো জায়গা থেকে ইট বালু সিমেন্ট কিনতে পারতেন না। আবার ন্যায্য মূল্যের চেয়ে বেশি দাম দিয়ে চাঁদাবাজদের থেকে সেসব কিনতে হতো। অনেকে চাঁদাবাজদের ভয়ে বাড়ি নির্মাণের পরিকল্পনা নিলেও সিদ্ধান্তহীনতা ভুগতেন। তবে জেলা পুলিশের নেওয়া এই উদ্যোগে এখন স্বস্তির নিশ^াস ফেলছেন নির্মাণাধীন বাড়িওয়ালারা।

জেলার নির্মাণাধীন বাড়িগুলোতে গেলে দেখা মিলবে জেলা পুলিশের টানিয়ে দেওয়া সতর্ক বার্তামূলক ‘বিশেষ বিজ্ঞপ্তি’। তাতে বড় করে লেখা রয়েছে ‘এ বাড়ির নির্মাণ কাজ জেলা পুলিশ বগুড়া পর্যবেক্ষণ করছে।’ তার নিচেই লেখা ‘বাড়িওয়ালা নিজ পছন্দমত সুবিধাজনক জায়গা থেকে ইট, বালু, রডসহ অন্যান্য নির্মাণ সামগ্রী ক্রয় করবেন। কেউ ইচ্ছার বিরুদ্ধে কোন প্রকার নির্মাণ সামগ্রী ক্রয় ও বিক্রয়ের চেষ্টা করলে অথবা চাঁদা দাবি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো চাঁদাবাজি সংক্রান্ত কোন অভিযোগ থাকলে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।’ সেখানে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের যোগাযোগের নম্বর সংযুক্ত করা হয়েছে। জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী কালের খবরকে  বলেন, ‘পুলিশ সুপারের নেতৃত্বে এখন পর্যন্ত বগুড়া সদরে ৩৩০টি এবং মফস্বল এলাকাগুলোতে সকল থানার অফিসার ইনচার্জদের মাধ্যমে ১৮৮টি নির্মাণাধীন বাড়িতে জেলা পুলিশের সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া জোরপূর্বক বালু সরবরাহের সঙ্গে জড়িত এরকম প্রায় একশ জনের তালিকা করা হয়েছে। নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। পুলিশের এরকম মুভমেন্টের পর এই গ্রুপটি আর মাঠে নেই।’

উল্লেখ্য, গত এক যুগ ধরে বগুড়া শহর ছাড়াও জেলার সর্বত্র বাড়ি অথবা যেকোনো স্থাপনা নির্মাণ কাজ শুরু হলেই স্থানীয় কিছু বালু ব্যবসায়ী জোরপূর্বক সেখানে বালু সরবরাহ করে থাকে। বগুড়া শহরের বিভিন্ন পাড়া মহল্লায় নির্মাণ কাজে কেউ তাদের পছন্দমত স্থান থেকে বালু কিনে নির্মাণ কাজ করতে পারেননি এতদিন। যারা এই বালু সরবরাহের কাজ করেন তাদের অধিকাংশই স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী। বালু সরবরাহ নিয়ে আভ্যন্তরীণ কোন্দলে গত এক যুগে নিজেদের মধ্যে অসংখ্য খুনের ঘটনাও ঘটেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com