রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
মোঃ আশরাফ উদ্দিন,সীতাকুন্ড, চট্রগ্রাম, কালের খবর : সীতাকুণ্ড পৌরসভার সামনে অবস্থিত “সীতাকুণ্ড ন্যাশনাল হাসপাতাল ফার্মেসী” যেন এক হতাশার কারখানা,সীতাকুণ্ডের সুপরিচিত হাসপাতাল হয়েও উনাদের পরিচালিত ফার্মেসীর কার্যকলাপে মানুষের মনে সন্দেহ থেকে যায় হাসপাতাল কি করছে সাধারণ রোগীর সাথে,হাসপাতালে মানুষ আসে সুচিকিৎসার জন্য, সুচিকিৎসা দিচ্ছে। কিন্তু যখন ঔষধ কিনতে যায় উনাদের ফার্মেসীতে প্রেসক্রিপশনে লেখা ঔষধ না দিয়ে নিজেদের মনগড়া মত অন্য কোম্পানির ঔষধ ধরিয়ে দেয়। এমন সব কোম্পানির ঔষুধ হাতে দেয় যে কোম্পানির নাম কখনো শোনা যায় না ,পরে পরিবর্তনের জন্য আসলে ঔষধ পরিবর্তন বা টাকা ফেরৎ দেয় না, তারমধ্যে নানান অজুহাত দেখায়।কিন্তু কেন এমন আচরণ করে তারা।দেশের এই সংকটময় সময়ে সাধারণ মানুষের সাথে এমন আচরণ
খুবই অপ্রত্যাশিত।
ভুক্তভোগী টুটুল চৌধুরী জানাই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না দিলে দুইদিন পরে পরিবর্তনের জন্য আসলে ওরা উনাকে ছিন তেই পারছেননা,পরিবর্তন বা টাকা ফেরৎ এর কথা বললে সরাসরি বলে দিলো কোন কিছুই করা যাবেনা।