রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নতুন বাংলাদেশে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কত টুকু। কালের খবর দেবিদ্বারে মাদক কারবারী দম্পতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন। কালের খবর মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ। কালের খবর বাংলাদেশের রাষ্ট্র মেরামতে ৩১ দফা ও তারেক রহমান। কালের খবর ‌‌সম্প্রীতি সমাবেশ। কালের খবর সড়ক ও জনপদের ৩য় শ্রেণির কর্মকর্তার সম্পদের পাহাড়। কালের খবর  পেশাদার সাংবাদিকদের সবরকম সুরক্ষা দিতে কাজ করছে অর্ন্তবর্তীকালীন সরকার : এম আব্দুল্লাহ। কালের খবর সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন। কালের খবর ছাত্র-শিক্ষকের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে : ইউএনও মনজুর আলম। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর
বরিশালে যানবাহনে চাঁদাবাজি বন্ধে বিএমপির তদারকি। কালের খবর

বরিশালে যানবাহনে চাঁদাবাজি বন্ধে বিএমপির তদারকি। কালের খবর

বরিশাল ব্যুরো, কালের খবর :

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে যানবাহনে চাঁদাবাজি বন্ধে তদারকি করছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, লকডাউন তুলে নেয়া হলেও সরকারি নির্দেশনা অনুযায়ী যানবাহন চলাচলে সড়কপথে চাঁদাবাজি বন্ধ ও স্বাস্থ্যবিধি মানাসহ ১৩ দফা নির্দেশনা বাস্তবায়নে ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে আমাদেরকে সচেতন থাকতে হবে। সবাই নিজ নিজ অবস্থানে থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যে যার ঘরে অবস্থান করে করোনার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবেন। অযথা বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করে সরকারি নির্দেশনা মেনে চলে পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করুন।

এ সময় তিনি বিভিন্ন পরিবহনের ওয়ে বিল (ট্রিপ সামারী) চেক করেন এবং সড়কপথে কোথাও কোনো চাঁদাবাজি হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পরিবহন শ্রমিক ও চালকদেরকে অনুরোধ জানান।

পরে নথুল্লাবাদ বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, কোনোরকম উন্নয়নের নামে পরিবহন থেকে চাঁদা আদায় করা যাবে না। পাশাপাশি স্টাফদের বেতন-ভাতা বকেয়া রাখা যাবে না। এ রকম কোনো অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)জাকারিয়া রহমান জিকু, সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান, টি আই বিদ্যুৎ চন্দ্র দে, টি আই আ. রহিম, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গোলাম মাসরেক বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক কিশোর কুমার দে প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com