বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার হুমকি দেশের জন্য অকল্যাণকর। কালের খবর : মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর রায়পুরায় ৩১ দফা গণতন্ত্রের সনদ : কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল। কালের খবর খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ। কালের খবর নবীনগর-কড়ইকান্দি-আড়াইহাজার রাস্তাটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে : ড. সালেহউদ্দিন আহমেদ। কালের খবর বিএনপি নেতা নবী উল্লাহ নবীর সুস্থতা কামনায় মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু। কালের খবর মাটিরাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত। কালের খবর মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড মহিলা দলের কাউন্সিল সম্পন্ন। কালের খবর
বরিশালে যানবাহনে চাঁদাবাজি বন্ধে বিএমপির তদারকি। কালের খবর

বরিশালে যানবাহনে চাঁদাবাজি বন্ধে বিএমপির তদারকি। কালের খবর

বরিশাল ব্যুরো, কালের খবর :

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে যানবাহনে চাঁদাবাজি বন্ধে তদারকি করছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, লকডাউন তুলে নেয়া হলেও সরকারি নির্দেশনা অনুযায়ী যানবাহন চলাচলে সড়কপথে চাঁদাবাজি বন্ধ ও স্বাস্থ্যবিধি মানাসহ ১৩ দফা নির্দেশনা বাস্তবায়নে ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে আমাদেরকে সচেতন থাকতে হবে। সবাই নিজ নিজ অবস্থানে থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যে যার ঘরে অবস্থান করে করোনার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবেন। অযথা বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করে সরকারি নির্দেশনা মেনে চলে পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করুন।

এ সময় তিনি বিভিন্ন পরিবহনের ওয়ে বিল (ট্রিপ সামারী) চেক করেন এবং সড়কপথে কোথাও কোনো চাঁদাবাজি হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পরিবহন শ্রমিক ও চালকদেরকে অনুরোধ জানান।

পরে নথুল্লাবাদ বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, কোনোরকম উন্নয়নের নামে পরিবহন থেকে চাঁদা আদায় করা যাবে না। পাশাপাশি স্টাফদের বেতন-ভাতা বকেয়া রাখা যাবে না। এ রকম কোনো অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)জাকারিয়া রহমান জিকু, সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান, টি আই বিদ্যুৎ চন্দ্র দে, টি আই আ. রহিম, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গোলাম মাসরেক বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক কিশোর কুমার দে প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com