শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
নবীনগর থেকে মো.আক্তারুজ্জামান, কালের খবর :
মহামারি করোনায় জনজীবন যখন স্থবির তখন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বেড়েছে গরু চুরির ঘটনা। বেপরোয়া গরু চোর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর, সোনাবালুয়া, মুক্তারামপুর, ধরাভাঙ্গা,বড়িকান্দি থোল্লাকান্দি,ও সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল,নিলখী গ্রামের স্থানীয় বাসিন্দারা। প্রতিরাতেই কোনো না কোনো বাড়িতে হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল।
গত (২৭মে) বুধবার রাতে বড়িকান্দি ইউনিয়নের সোনাবালুয়া গ্রামের গরীব কৃষক ঝারু মিয়ার ছেলে কাশু মিয়ার গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি হয়।এ নিয়ে প্রতিরাতের কোনো না কোনো বাড়িতে হানা দিচ্ছে চোর।
করোনা মহামারিতে দেশজুড়েই কার্যত লকডাউন চলছে। লোকসান গুনতে হচ্ছে দুগ্ধ খামারিদের। এই পরিস্থিতিতে উদ্বেগ উৎকণ্ঠায় রাত কাটাচ্ছেন স্থানীয়রা। রাত জেগে পালাক্রমে নিজেরাই গ্রাম পাহারার প্রস্তুতি নিচ্ছেন তারা।
এ ব্যাপারে স্থানীয় ফাঁড়ি ও থানা পুলিশ টহলের জোরদার দাবী জানিয়েছেন এলাকাবাসী