শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
ঝিনাইদহ থেকে সাঈদুর রহমান, কালের খবর :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে বাড়ির উপর ঝড়ে পড়া গাছ সরানো নিয়ে ভাবিকে কুপিয়ে জখম করেছে দেবররা। এ ঘটনায় গতকাল সাহাবুদ্দিন মুন্সী নামে একজনকে আটক করেছে পুলিশ।
আটক সাহাবুদ্দিন মুন্সী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
আহত রোকেয়া খাতুনের স্বামী রুহুল আমিন জানান, আম্পান ঝড়ের রাতে তার বাড়ির উপর একটি গাছ উপড়ে পড়ে। পরে গাছ সরাতে গিয়ে তার অন্য দুই ভাই সাহাবুদ্দিন, হাফেজ আলী হামলা করে। এ সময় তারা তাকে দা দিয়ে কোপ দিতে যায়। এ সময় তার স্ত্রী বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুই হাতে ১০টি সেলাই দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়ে গতকাল সকালে সাহাবুদ্দিন মুন্সী নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।