শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
তাহিরপুর প্রতিনিধি, কালের খবর :
তাহিরপুরে পুর্ব বিরোধের জের ধরে শিক্ষকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রবিবার আহত শিক্ষক সঞ্চয় পুরকায়স্থ তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামের বাসিন্দা ও মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্চয় পুরকায়স্থ আজ রবিবার দুপুরে মোটরসাইকেল যোগে ইউনিয়ন অফিসে যাওয়ার পথে একই গ্রামের শাহিন মিয়া ও আলিমুল ইসলাম পথিমধ্যে গতিরোধ করে।
এ সময় আলিমুল ইসলামের হাতে থাকা লোহার রড দিয়ে শিক্ষকের মাথায় আঘাত করে।
পরে এলোপাতাড়ি মারপিট করে রাস্তায় ফেলে চলে যায় তারা।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শিক্ষকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।