শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর : গত ১৮/০৫/২০২০ খ্রীষ্ট ১২.৩০ ঘটিকার সময় জনৈক ফাতেমা আক্তার নিজ বাসা হতে বন্দরবাজার যাওয়ার পথে নয়াসড়ক মাহা মার্কেটের সামনে পৌঁছামাত্র দুজন লোক মোটরসাইকেল যুগে এসে তার গতিরোধ করে। এসময় তারা ধারালো চাকু দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে ভিকটিমের সাথে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে জেল রোডের দিকে পালিয়ে যায়। ব্যাগের মধ্যে নগদ ২০,০০০ টাকা,একটি সিম্ফোনি মোবাইল ফোন, চেক বই ও জাতীয় পরিচয় পত্র ছিল। ঘটনার বিষয়ে ফাতেমা আক্তার কোতোয়ালি মডেল থানায় সংবাদ দিলে এসআই/ইবাদুল্লাহ ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করেন। পরবর্তীতে ১৯/০৫/২০২০ খ্রি. ২০.২৫ ঘটিকার সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আজবাহার আলী শেখ পিপিএম এর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকায় অভিযান পরিচালনা করে ২নং আসামী জয়নাল আবেদীন ডায়মন্ড পিতা: মৃত মাসুক মিয়া,সাং: দশঘর থানা: বিশ্বনাথ জেলা: সিলেট, বর্তমান বাসা নং ০২, রোড নং ০২, চৌকিদেখী,থানা: এয়ারপোর্ট, সিলেটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল আবেদীন ডায়মন্ডের দেওয়া তথ্যমতে ১নং আসামী সারোয়ার হোসেন (২৯), পিতা: মৃত মইনুল হক চৌধুরী, সাং: খাকুরা থানা: বিয়ানীবাজার, জেলা: সিলেট,বর্তমান ঠিকানা বাসা নং-০১, ব্লক- ই রোড নং-২৫ শাহজালাল উপশহর সিলেট কে গ্রেপ্তার করেন। আসামি সারোয়ার হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং ছিনতাই হওয়া ২০,০০০ টাকার মধ্যে ৮,০০০ টাকা তার প্যান্টের পকেট থেকে বের করে দেয়। আসামি সারোয়ার হোসেনের হেফাজত হতে নগদ ৮,০০০ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি লাল রঙের হাঙ্ক মোটরসাইকেল যথাযথ নিয়মে জব্দ করা হয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার মামলা নং ২৯ তারিখ ২০/০৫/২০২০ খ্রি. রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই/বিমল চন্দ্র দে ধৃত আসামিদের আদালতে উপস্থাপন করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য যে ধৃত সারোয়ার হোসেন এর নামে কোতোয়ালি মডেল থানায় ০১টি শাহপরান (রহ:) থানায় ০১টি এবং জয়নাল আবেদীন ডায়মন্ডের নামের শাহপরাণ থানায় ০২টি ও কোতোয়ালি মডেল থানায় ০১টি মামলা বিচারাধীন রয়েছে।