শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
কুমিল্লা প্রতিনিধি, কালের খবর ;
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহিন ১০৪ পিস ইয়াবাসহ আটক হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশকালে সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদের কাছে হাতে নাতে ধরা পড়েন তিনি।
পরে কারা ব্যারাকে তার রুমে তল্লাশি চালিয়ে কারা কর্তৃপক্ষ বিছানার নিচ থেকে আরো ৪১৬ পিস ইয়াবা উদ্ধার করে।
কারাগারের সিনিয়র জেল সুপার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত তরিকুল ইসলাম শাহিন চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার ইয়াকুব নগরের ফুল মিয়ার ছেলে। তিনি ১৯৯৬ সালের ১৫ জুন চাকরিতে যোগদান করে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ বলেন, ‘‘কুমিল্লা কারাগারে যোগ দেওয়ার পর বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানতে পারি সহকারী প্রধান কারারক্ষী মো. তরিকুল ইসলাম শাহিন (কারা রক্ষী নং ২১৫৯৯) কারাগারের ভিতর বন্দিদের কাছে মাদক বিক্রি করেন। এ তথ্য পেয়ে তাকে হাতে নাতে ধরার জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নেই।
‘সোমবার (৬ এপ্রিল) গোপন সংবাদে জানতে পারি যে তিনি ইয়াবাসহ ডিউটিতে আসছেন। তাই আমরাও সতর্ক থাকি। বেলা সাড়ে ১১টায় তিনি ভিতরে প্রবেশকালে কারা সিপাহী দিয়ে তাকে আমার রুমে ডেকে আনি। এ সময় জেলার মো. আসাদুর রহমানসহ অন্যান্য ডেপুটি জেলারদের আগেই উপস্থিত রাখি। সবার সামনে সহকারী প্রধান কারারক্ষী তারিকুল ইসলাম শাহিনের দেহ তল্লাশি করলে তার পকেটে থাকা সিগারেটের প্যাকেটের ভিতর ১০৪ পিস ইয়াবা খুঁজে পাই।
‘পরে কারাগারের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ব্যারাকে তার রুমে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে আরো ৪১৬ পিস ইয়াবা উদ্ধার করি। এ নিয়ে মোট ৫২২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কারাগারের ভিতর বন্দিদের মাঝে মাদক বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।