রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন
এম আই ফারুক আহমেদ, কালের খবর :
১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সারা আলি খান ও কার্তিক আরিয়ান অভিনীত ‘লাভ আজ কাল’-এর সিক্যুয়েল। সময় অতি নিকটে। ইমতিয়াজ আলি পরিচালিত প্রেমের গল্পের এই ছবির মুক্তিকে সামনে রেখে বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রমোশন।
তেমনই এক প্রমোশনে সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে আড্ডায় বসেন সারা আলি খান। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কী ধরনের বিয়ে করার কথা ভাবছেন? উত্তরে সারার সহজ জবাব, তার প্রিয় শহর নিউ ইয়র্কে ডেস্টিনেশন ওয়েডিং করতে চান।
তাহলে কি বলিউডি ট্রেন্ড মেনে এলাহি আয়োজন হবে নবাব কন্যার বিয়েতে? একেবারেই না। সারা জানান, কোনো এলাহি আয়োজন নয় বরং সাদামাঠা বিয়েই তার পছন্দ। নায়িকার এই উত্তরে নেটিজেনদের মন্তব্য, অল্প সময়ে অনেক খ্যাতি পেলেও সারার মন আগের মতোই সরল আছে।