রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
নবীনগর থেকে মো.কবির হোসেন,কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বলবুল।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, আওয়ামীলীগ সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খাঁন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডঃ শিব শংকর দাস, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রনোজিত রায়,নবীনগর থানা, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, নবীনগর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।আলোচনা সভা শেষে ১১জন মুক্তিযোদ্ধাকে সম্মানি ক্রেস্ট প্রদান করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে নবীনগরে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ১১জন মুক্তিযোদ্ধাকে সম্মানি ক্রেস্ট প্রদান করা হয়।